পশ্চিমবঙ্গের পাশাপাশি অসমে প্রথম দফার নির্বাচন, ভোট দিলেন তরুণ গগৈ
Last Updated:
সোমবার পশ্চিমবঙ্গের মতো প্রথম দফার ভোটগ্রহণ চলছে অসমেও ৷ মোট দু’দফায় ভোট গ্রহণ হবে অসম রাজ্যে ৷ মোট ১২৬ আসনের মধ্যে প্রথ দফায় ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে ৬৫ আসনে ৷ এই দফায় ভোটাধিকার প্রয়োগ করবেন মোট ৯৫ লক্ষ মানুষ ১১ হাজার ৭৩২ মানুষ ৷
#গুয়াহাটি: সোমবার পশ্চিমবঙ্গের মতো প্রথম দফার ভোটগ্রহণ চলছে অসমেও ৷ মোট দু’দফায় ভোট গ্রহণ হবে অসম রাজ্যে ৷ মোট ১২৬ আসনের মধ্যে প্রথ দফায় ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে ৬৫ আসনে ৷ এই দফায় ভোটাধিকার প্রয়োগ করবেন মোট ৯৫ লক্ষ মানুষ ১১ হাজার ৭৩২ মানুষ ৷ এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ৪৫ লক্ষ ৯৫, হাজার ৭১২ জন। মোট বুথের সংখ্যা ১২,১৯০। নির্বাচনে মূল লড়াই হল শাসক কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি-অগপ-বিপিএফ জোটের। কংগ্রেস ৬৫ আসনেই লড়ছে। অন্যদিকে, বিজেপি লড়ছে ৫৪ আসনে, অগপ ১১ এবং বিপিএফ লড়াই করছে ৩টি আসনে। অসমে প্রথম দফায় গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস পদপ্রার্থী তরুণ গগৈ, বিদায়ী স্পিকার প্রণব গগৈ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পবন সিংগ ঘাটোয়ার ৷ বেলা সাড়ে ১১ টা অবধি অসমে ভোটের হার ২৫ শতাংশ ৷ ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈও ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 04, 2016 11:56 AM IST