Voter List: 'ঘুরিয়ে আসছে NRC...', পথে নামতে তৈরি ইন্ডিয়া জোট! ভোটার তালিকা সংশোধন নিয়ে ঝাঁঝালো আক্রমণ!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
Voter List: ২১শে জুলাই সংসদের অধিবেশন শুরুর আগেই কমিশনের প্রস্তাবিত ভোটার তালিকা সংশোধন নিয়ে পথে নামতে পারে ইন্ডিয়া জোট। সূত্রের খবর, জাতীয় নির্বাচন কমিশনের এই পদক্ষেপের বিরুদ্ধে ইতিমধ্যেই একই অবস্থানে থাকার কথা তৃণমূল কংগ্রেসকে জানিয়ে ইন্ডিয়া জোটের একাধিক শরিক। বাদল অধিবেশন শুরুর আগেই জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে একজোট হয়ে কর্মসূচি নেওয়ারও পরিকল্পনা করছে ইন্ডিয়া জোট শরিকেরা।
নয়াদিল্লি: ২১শে জুলাই সংসদের অধিবেশন শুরুর আগেই কমিশনের প্রস্তাবিত ভোটার তালিকা সংশোধন নিয়ে পথে নামতে পারে ইন্ডিয়া জোট। সূত্রের খবর, জাতীয় নির্বাচন কমিশনের এই পদক্ষেপের বিরুদ্ধে ইতিমধ্যেই একই অবস্থানে থাকার কথা তৃণমূল কংগ্রেসকে জানিয়ে ইন্ডিয়া জোটের একাধিক শরিক। বাদল অধিবেশন শুরুর আগেই জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে একজোট হয়ে কর্মসূচি নেওয়ারও পরিকল্পনা করছে ইন্ডিয়া জোট শরিকেরা।
সূত্র বলছে, ঘুর পথে এনআরসি চালুর প্রচেষ্টার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় তোলার পর নিয়মিত নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা। কী কর্মসূচি নেওয়া হবে তা আলোচনার মাধ্যমে ঠিক হবে।
advertisement
advertisement
শনিবার সাংবাদিক বৈঠক করে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন বলেন, “ভোটার তালিকাকে স্বচ্ছ করার কথা বলে অসমে ডি-ভোটার ক্যাটাগরি চালু করেছিল। আমাদের বক্তব্য, ভোটার তালিকা স্বচ্ছ করুণ। কিন্তু নোংরা রাজনীতি বন্ধ করুন।”
advertisement
তিনি আরও বলেন, “আমার বিষয়টি তুলেছি। আমরা সব ইন্ডিয়া ব্লকের সদস্যরা সবাই এক জায়গায় রয়েছি। আমরা অপেক্ষা করব না অধিবেশনের জন্য। কংগ্রেস, এসপি, ইউবিটি—সহ সবার সঙ্গে কথা হয়েছে। ২০২১ সালের বাংলার বিধানসভা নির্বাচনের আগে আগে সিএএ আনা হয়েছিল। সেবার বিজেপির ফল সবার জানা।”
advertisement
“অমিত শাহ সম্পর্কে— বড় বড় কথা বলতে জিএসটি লাগে না। আতঙ্ক ছড়ানো হল ওঁদের স্ট্র্যাটেজি। ওরা সব রকম চেষ্টা করতে পারে, কিন্তু বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে গত ১১টা বাইপোলে যে ওঁরা কাকে বিশ্বাস করেন।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 28, 2025 2:14 PM IST