ফোক্সভাগেন গাড়ি বিক্রি বন্ধ !

Last Updated:

আপাতত আমেরিকায় ডিজেল চালিত অডি এবং চারটি সিলিন্ডারযুক্ত ফোক্সভাগেন ব্র্যান্ডের গাড়ি সাময়িক ভাবে বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জার্মান গাড়ি নির্মাতা এই সংস্থাটি। মার্কিন যুক্তরাষ্ট্রে ফোক্সভাগেনের গাড়িগুলি তৈরির সময় সংস্থা কার্বন নির্গমন সংক্রান্ত আইন ভেঙেছে বলে সম্প্রতি খবর প্রকাশ্যে এসেছে।

#ওয়াশিংটন: আপাতত আমেরিকায় ডিজেল চালিত অডি এবং চারটি সিলিন্ডারযুক্ত ফোক্সভাগেন ব্র্যান্ডের গাড়ি সাময়িক ভাবে বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জার্মান গাড়ি নির্মাতা এই সংস্থাটি। মার্কিন যুক্তরাষ্ট্রে ফোক্সভাগেনের গাড়িগুলি তৈরির সময় সংস্থা কার্বন নির্গমন সংক্রান্ত আইন ভেঙেছে বলে সম্প্রতি খবর প্রকাশ্যে এসেছে। যা নিয়ে কার্যত হইচই পড়ে গিয়েছে গোটা দেশে। এমনকী, সংস্থার তরফেও এই অভিযোগ কার্যত মেনে নেওয়া হয়েছে। এরপরই বিক্রি বন্ধের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ফোক্সভাগেন। অভিযোগ প্রমাণিত হলে সংস্থার ১,৮০০ কোটি ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।
জানুয়ারি থেকে অগস্ট পর্যন্ত সে দেশে প্রায় ২.৪০ লক্ষ গাড়ি বিক্রি করেছে ফোক্সভাগেন। তার মধ্যে অগস্টে আমেরিকায় বিক্রি হওয়া সংস্থার গাড়ির ২৩ শতাংশই এই নিয়ম ভেঙেছে বলে প্রকাশ। মার্কিন সরকারি সূত্র অনুসারে, ৪.৮২ লক্ষ গাড়ির ক্ষেত্রেই তা চলাকালীন কার্বন নির্গমন প্রক্রিয়া বন্ধ করার ব্যবস্থা রেখেছিল ফোক্সভাগেন। এক মাত্র পরীক্ষা করতে গেলেই তা চালু হয়। বিষয়টি নিয়ে ক্ষমাও চেয়েছেন ফোক্সভাগেন কর্তা মার্টিন উইন্টারকর্ন। ইতিমধ্যেই বাইরের সংস্থাকে দিয়ে তদন্তও করানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ফোক্সভাগেন গাড়ি বিক্রি বন্ধ !
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement