Vladimir Putin: মোদির আমন্ত্রণে ডিসেম্বরেই ভারতে পা রাখছেন পুতিন! নয়াদিল্লি থেকে জানিয়ে দেওয়া হল দিনক্ষণ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
সফর কালে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করার কথা তাঁর৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ রাষ্ট্রপতি ভবনে একটি ব্যাঙ্কোয়েটের আয়োজন করবেন৷
নয়াদিল্লি: ঠিক হয়ে গেল দিনক্ষণ৷ ঘোষণা করে দিল নয়াদিল্লি৷ আগামী মাসেরই ৪ এবং ৫ ডিসেম্বর ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ শুক্রবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২৩ তম ইন্দো-রাশিয়া সামিট উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারতে আসছেন পুতিন৷
সফর কালে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করার কথা তাঁর৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ রাষ্ট্রপতি ভবনে একটি ব্যাঙ্কোয়েটের আয়োজন করবেন৷
advertisement
advertisement
এক বিবৃতিতে, MEA আরও জানিয়েছে, “আসন্ন রাষ্ট্রীয় সফরে ভারত ও রাশিয়ার নেতৃত্বের জন্য দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা, ‘বিশেষ ও সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব’ জোরদার করার জন্য দৃষ্টিভঙ্গি নির্ধারণ এবং পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলিতে মতামত বিনিময়ের সুযোগ করে দেবে।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
November 28, 2025 2:16 PM IST

