Inspiring Stories: দুর্ঘটনায় তছনছ হয়ে গিয়েছিল জীবন! হাত-পা ছাড়া শুধুমাত্র আত্মবিশ্বাসের জোরেই আজ IIM-এ এই তরুণ

Last Updated:

বাড়ির কাছেই এক জায়গায় বৈদ্যুতিক শক খান ওই তরুণ। ওই গুরুতর দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও অসাড় হয়ে গিয়েছিল তাঁর হাত-পা।

বিশাখাপত্তনম: জীবনে বড় হওয়ার পথে নানা বাধা-বিপত্তি আসে। সেটা কাটিয়ে এগিয়ে চলাটা জরুরি। কিন্তু অনেকেই সেটা করতে ব্যর্থ হন। তবে আজ এমন এক জনের গল্প বলা যাক, যিনি পর্বতসম বাধা পেরিয়ে আজ সফল হয়েছেন।
অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লি জেলার রবিকামতম মণ্ডলের কোঠাকোটা গ্রামের চন্দ্রমৌলির জীবনের মোড় ঘুরে গিয়েছিল একটি দুর্ঘটনার পরে। সেই সময়ই ভাগ্যকে চ্যালেঞ্জ করেছিলেন তিনি। বাবা ভিতরমনা এক জন ক্ষুদ্র ব্যবসায়ী এবং মা সত্যবতী বোদ্দেপল্লির সেন্ট অ্যানস স্কুলের শিক্ষিকা। মা-বাবার স্বপ্ন পূরণ করার জন্যই বি.টেক সম্পন্ন করেছিলেন।
আরও পড়ুন:মহিলাদের জন্য চাকরির সুবর্ণ সুযোগ! জারি হল অঙ্গনওয়াড়িতে নিয়োগের বিজ্ঞপ্তি
তবে একটা দুর্ঘটনাতেই স্বপ্ন যেন মুহূর্তের জন্য চুরমার হয়ে গিয়েছিল। বাড়ির কাছেই এক জায়গায় বৈদ্যুতিক শক খান ওই তরুণ। ওই গুরুতর দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও অসাড় হয়ে গিয়েছিল তাঁর হাত-পা। আসলে তাঁর জীবন বাঁচাতে হাত-পা বাদ দিতে হয়েছিল। তবে চন্দ্রমৌলির জীবনটা বিছানাতেই সীমাবদ্ধ হয়ে থেকে যায়। প্রথম দিকে ভেবেছিলেন, এই ভাবে জীবনটা একেবারে শেষ হয়ে গেল। শরীরের সঙ্গে সঙ্গে ভেঙে যায় আত্মবিশ্বাসটাও। কিন্তু বন্ধুদের উৎসাহ এবং মা-বাবার অনুপ্রেরণায় ফের আত্মবিশ্বাস অর্জন করেন ওই তরুণ।
advertisement
advertisement
বরাবরই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতেন চন্দ্রমৌলি। কিন্তু শারীরিক প্রতিবন্ধী হয়ে যাওয়ার জেরে সেই স্বপ্ন ভুলে বন্ধুদের পরামর্শে এলএলবি করেন। এর পর ক্যাট প্রবেশিকা পরীক্ষাতে দারুন ফল করেন। এখানেই শেষ নয়, দেশের শীর্ষ বিজনেস স্কুল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) আহমেদাবাদে পড়ার সুযোগ পান। আর এভাবেই তিনি প্রমাণ করে দিয়েছেন যে, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও অধ্যবসায় থাকলে যে কোনও কিছু অর্জন করা যায়।
advertisement
চন্দ্রমৌলি বলেন যে, বর্তমানে তিনি বাড়ি থেকেই কোর্সটি করছেন। আইআইএম আহমেদাবাদে পড়ার সুযোগ পাওয়ার কথা ই-মেল মারফত জানতে পেরেছিলেন। এই পাঠ্যক্রম শেষ করে এখন এমবিএ ডিগ্রি নিয়ে সর্বোচ্চ ব্যবস্থাপক পদে চাকরির স্বপ্ন দেখছেন ওই তরুণ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Inspiring Stories: দুর্ঘটনায় তছনছ হয়ে গিয়েছিল জীবন! হাত-পা ছাড়া শুধুমাত্র আত্মবিশ্বাসের জোরেই আজ IIM-এ এই তরুণ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement