পাথর থেকে বাঁচতে সেনার জিপের সামনে বাঁধা রয়েছে কাশ্মীরি যুবক, ভাইরাল হল ভিডিও
Last Updated:
ফের ফুটে উঠল ভূস্বর্গের এক নোংরা চিত্র ৷ ফের সামনে এল কাশ্মীরের এক মর্মান্তিক ছবি
#শ্রীনগর: ফের ফুটে উঠল ভূস্বর্গের এক নোংরা চিত্র ৷ ফের সামনে এল কাশ্মীরের এক মর্মান্তিক ছবি ৷ যেখানে সেনার জিপের সামনে বাঁধা রয়েছে এক কাশ্মীরি যুবককে ৷ যুবককে ঢাল হিসেবে ব্যবহার করা বিতর্কের মুখে কাশ্মীরের সেনাদল ৷ রবিবার রাত থেকে গোটা কাশ্মীরে ভাইরাল হয়েছে এই ভিডিও ৷ বিক্ষোভকারীদের পাথর বৃষ্টি মোকাবিলায় এক যুবককে সেনার জিপে জীবন্ত ঢাল হিসেবে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ। এই ঘটনা মর্মান্তিক বলে মন্তব্য করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা।
ভিডিওটি কাশ্মীরের বদগাম জেলার বীরওয়াহ এলাকায় তোলা হয়েছে বলে দাবি করা হয়েছে ৷ গত রবিবার শ্রীনগর লোকসভা আসনের উপ নির্বাচনে ভোটগ্রহণের সময় পাথর ছুঁড়ে বেশ কিছু দুস্কৃতি ভোট গণনার কাজে ব্যাঘাত ঘটিয়েছিল ৷ বিক্ষোভকারীদের পাথরের হাত থেকে বাঁচতেই এই ব্যবস্থা নিয়েছে সেনারা বলে অভিযোগ ৷
এই ভিডিও পোস্ট করে ওমর আবদুল্লা ট্যুইটে বলেছেন, এই তরুণকে সেনার জিপের সামনে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে যাতে কোনও পাথর জিপ লক্ষ্য করে না ছোঁড়া হয়? এটা খুবই মর্মান্তিক!’
advertisement
advertisement
Here's the video as well. A warning can be heard saying stone pelters will meet this fate. This requires an urgent inquiry & follow up NOW!! pic.twitter.com/qj1rnCVazn
— Omar Abdullah (@abdullah_omar) April 14, 2017
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 14, 2017 3:52 PM IST