Viral Video: অনলাইনে অর্ডার করেন? এই দশাই হয় আপনার পার্সেলের, দেখলে বুক কাঁপবে! দেখুন ভিডিও
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
নেট মাধ্যমে বহু মানুষ এই ভিডিও দেখেছেন৷ প্রায় ২০ লক্ষ ভিউ হয়েছে ভিডিওটির৷
#কলকাতা: অনলাইনে কেনাকাটা করেন অনেকেই৷ কিন্তু বহুক্ষেত্রেই দেখা যায়, পার্সেল খোলার সাধের জিনিসটি অক্ষত নেই৷ তা সে মোবাইল ফোন বা অন্য কোনও সৌখিন জিনিস হোক না কেন৷ এবার এমন একটি ভিডিও প্রকাশ্যে এলো, যা দেখলে অনলাইনে অর্ডার দেওয়ার আগে যে কারও বুক কাঁপবে৷
ভাইরাল হওয়া ওই ভিডিওটি একটি রেল স্টেশনের৷ সেখানে দেখা যাচ্ছে, একটি ট্রেনের পার্সেল ভ্যানে করে বিভিন্ন অ্যামজন, ফ্লিপকার্টের মতো বিভিন্ন সংস্থার পার্সেল একটি স্টেশনে এসে পৌঁছেছে৷ আর সেই সমস্ত পার্সেলই ট্রেনের বগি থেকে ছুড়ে ছুড়ে প্ল্যাটফর্মের উপরে ফেলছেন পার্সেল নামানোর দায়িত্বে কর্মীরা৷ পার্সেলগুলি ছোড়ার আগে কোনওরকম বাছ বিচারই করছেন না তাঁরা৷
advertisement
advertisement
পার্সেলগুলির প্রতি যত্নবান হওয়া তো দূর অস্ত৷ জামাকাপড় হলে ঠিক আছে, পার্সেলের ভিতরে অন্য কোনও জিনিস থাকলে তার যে ক্ষতি হতে পারে, তার জন্য বিন্দুমাত্র সতর্কতা চোখে পড়েনি৷ একটি পার্সেল তো এমন ভাবে ছোড়া হয় যে সেটি উড়ে গিয়ে চলন্ত ফ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে প্ল্যাটফর্মের উপরে পড়ে৷
advertisement
Amazon & Flipkart parcels 😂pic.twitter.com/ihvOi1awKk
— Abhishek Yadav (@yabhishekhd) August 29, 2022
নেট মাধ্যমে বহু মানুষ এই ভিডিও দেখেছেন৷ প্রায় ২০ লক্ষ ভিউ হয়েছে ভিডিওটির৷ একদিকে যেমন এই ভিডিও দেখে অনেকেই আঁতকে উঠেছেন, আবার মজাও পেয়েছেন বহু মানুষ৷
This is an old video from March, 2022. Rajdhani Express at Guwahati Station. The persons handling parcels are representatives of concerned party. Railways offers booking of parcel space on contract basis to various parties. 1/2 https://t.co/1VES8n3yBR
— Northeast Frontier Railway (@RailNf) August 29, 2022
advertisement
একজন তো প্রশ্ন করেছেন, 'এরা এ ভাবে পার্সেলগুলি ছুড়ছেন কেন? এই কারণেই বহু পার্সেল অক্ষত অবস্থায় ডেলিভারি হয় না৷ এক এক সময় ক্ষতিগ্রস্ত অবস্থাতেই পার্সেল আমাদের হাতে আসে৷'
অনেকে আবার এ ভাবে পার্সেল নামানোর জন্য রেলকে দায়ী করেন৷ যদিও নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের তরফে ট্যুইট করে জানানো হয়, ভিডিও এ বছরের মার্চ মাসের গুয়াহাটি স্টেশনের৷ রাজধানী এক্সপ্রেস থেকে পার্সেলগুলি নামানো হচ্ছিল৷ যদিও রেলের দাবি, যাঁরা পার্সেল নামানোর কাজ করছিলেন তাঁরা কেউই রেল কর্মী নন৷ এঁরা প্রত্যেকেই বেসরকারি সংস্থার হয়ে কাজ করছেন৷ রেল শুধুমাত্র পার্সেল বহনের দায়িত্বে থাকে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 31, 2022 12:12 PM IST