Viral Video : ঝগড়ার পর মান ভাঙাতে কিশোরীর পিছু পিছু ৮০ ফিট উঁচু বিদ্যুৎস্তম্ভে উঠল প্রেমিক কিশোরও! তার পর...দেখুন গায়ে কাঁটা দেওয়া ভাইরাল ভিডিও
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Viral Video : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে প্রেমিক যুগলের ভিডিও
ছত্তীসগঢ় : প্রেমিকের উপর রাগ করে নাবালিকা উঠে বসল ৮০ ফিট উঁচু হাই টেনশন বিদ্যুৎ পরিবাহী তার বহনকারী স্তম্ভে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন তার প্রেমিকও উঠে বসেন ওই টাওয়ারের উপরে। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ছত্তীসগঢ়ের গৌরেলা পেন্ড্রা মারওয়াড়ি জেলায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে প্রেমিক যুগলের ভিডিও।
প্রেমিক জুটিকে বিদ্যুৎস্তম্ভের মাথায় বিপজ্জনক অবস্থায় দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা৷ পেন্ড্রা থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা৷ কিশোর ও কিশোরীর বাড়িতে খবর দেওয়া হয়৷ যখন ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছয়, তত ক্ষণে সেখানে ভিড় জমে গিয়েছে৷
*Upset with lover, Girlfriend Climbs high Tension tower, then lover also climbs*
This is the first time I have seen someone climb them to commit suicide upset with her lover. Good news, the boyfriend followed her up and convinced her to climb down. All iz well Chhattisgarh today pic.twitter.com/oPqiK0EMpl
— keshaboina sridhar (@keshaboinasri) August 6, 2023
advertisement
advertisement
পুলিশকর্মীরা এসে প্রেমিক ও প্রেমিকাকে বোঝাতে শুরু করেন৷ কিন্তু ভবী ভোলবার নয়৷ তারা টং থেকে নামতে নারাজ৷ অবশেষে দীর্ঘ ক্ষণ তাঁদের বোঝানোর পর নামতে রাজি হয় দু’জনে৷ স্বস্তির শ্বাস পড়ে পুলিশকর্মী ও স্থানীয় বাসিন্দাদের৷
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে প্রেমিকের সঙ্গে ফোনে ঝগড়া হয়৷ তার পর রাগ করে বিদ্যুৎ স্তম্ভের উপরে উঠে বসে ওই কিশোরী৷ তার মান ভাঙাতে উঁচু স্তম্ভে পৌঁছয় প্রেমিকও৷ রাগ অনুরাগ, মান অভিমানের পর্ব পেরিয়ে অবশেষে স্বস্তি৷ যুগলের বিরুদ্ধে কোনও মামলা রুজু করা না হলেও কপালে তিরস্কার জুটেছে৷ ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য সাবধান করা হয় প্রেমিক জুটিকে৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 07, 2023 11:39 AM IST