Viral Video: এ কী দৃশ্য! সাপ টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছে শিশু, এই ভিডিও দেখলে চমকে উঠবেন
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Viral Video: শিশুটির মধ্যে কোনও ভয় নেই সাপের লেজ ধরে টানতে টানতে সে নিয়ে যাচ্ছে।
নয়া দিল্লি: সাপ দেখে ভয় পান না, এমন লোক খুব কমই আছেন। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর সেই ভিডিও দেখে হতবাক সকলে। কারণ, ছোট্ট এক শিশু একটি সাপ টানতে টানতে নিয়ে আসছে। শিশুটির মধ্যে কোনও ভয় নেই। সাপের লেজ ধরে টানতে টানতে সে নিয়ে যাচ্ছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সাপকে টানতে টানতে নিয়ে যাচ্ছে এক শিশু। সামনে সেই সময়ে অনেকে বসেছিলেন। তাঁরা ওই দৃশ্য দেখে ভয়ে আঁতকে ওঠেন। অনেকে পালানোর চেষ্টা করেন। কিন্তু শিশুটির মনে সামান্য ভয়টুকু নেই। পরে এক মহিলা এসে শিশুটিকে সরিয়ে নিয়ে যায়। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এই ভিডিও দেখেই হতবাক সকলে।
advertisement
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে ভিডিওটি নিয়ে প্রচুর মন্তব্য এসেছে। অনেকে বলেছেন, ভিডিওটি মোটেও হাসির নয়। কারণ, সাপটি শিশুটির ক্ষতিও করতে পারত। অনেকে আবার জানিয়েছে, ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে, সাপটি বিষধর প্রজাতিরই কোনও সাপ। ফলে শিশুটির ক্ষতিরও সম্ভাবনা থাকত।
advertisement
advertisement
ভিডিওটি আদতে কোন এলাকার তা এখনও জানা যায়নি। তবে এই ভিডিও দেখে হতবাক সকলে। এই ঘটনার পরে কী হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে শিশুটি যেভাবে সাপকে দড়ির মতো টানটে টানতে নিয়ে গিয়েছে তা দেখে চোখ কপালে উঠে গিয়েছে সকলরেই।
advertisement
সাপটি কোন প্রজাতির তা এখনও জানা যায়নি। ভিডিওতে দেখা যাচ্ছে, কোনও এক ধর্মীয় স্থলে সাপটিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে ওই শিশু। সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করা নেটিজেনদের অনেকে আবার এই শিশুটির মধ্যে ধর্মীয় যোগও খুঁজে পেয়েছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 23, 2023 3:39 PM IST