corona virus btn
corona virus btn
Loading

বিশাল শিলা-ঝড়ে উথালপাতাল বিস্তীর্ণ জলাশয়, ভাইরাল ভিডিওটি ছত্তীসগড়ের? সত্যিটা জানুন...

বিশাল শিলা-ঝড়ে উথালপাতাল বিস্তীর্ণ জলাশয়, ভাইরাল ভিডিওটি ছত্তীসগড়ের? সত্যিটা জানুন...
ভাইরাল ভিডিও

ভিডিও-তে দেখা যাচ্ছে, প্রবল ঝড়ের সঙ্গে বিশাল আকারের শিলা পড়ছে একটি জলাশয়ে৷ শিলার ওজন ও ঝড়ে উথালপাতাল জলাশয়টি৷ দাবি করা হয়, ছত্তীসগড়ের পেন্দ্রা অঞ্চলের ওই ভিডিও৷

  • Share this:

করোনা সংক্রমণের জেরে বিশ্ব মহামারীর সম্মুখীন৷ করোনা সংক্রমণ যত বাড়ছে, ফেক নিউজ বা ভুয়ো খবরও ততই বাড়ছে৷ ভুয়ো খবরে জেরবার মানুষ৷ বিভিন্ন সোশ্যাল মিডিয়া ভুয়ো খবর আটকাতে নানা ব্যবস্থা নিলেও ভুয়ো খবর ছড়িয়েই যাচ্ছে৷

গত শনিবার রাতে ও রবিবার উত্তর ভারতের বিস্তারিত অংশে প্রবল বৃষ্টি হয়৷ বহু গ্রামে চাষেরও ক্ষতি হয় ওই ঝড়-বৃষ্টিতে৷ এরপরেই একটি ভিডিও হোয়াটসঅ্যাপ ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷ ভিডিও-তে দেখা যাচ্ছে, প্রবল ঝড়ের সঙ্গে বিশাল আকারের শিলা পড়ছে একটি জলাশয়ে৷ শিলার ওজন ও ঝড়ে উথালপাতাল জলাশয়টি৷ দাবি করা হয়, ছত্তীসগড়ের পেন্দ্রা অঞ্চলের ওই ভিডিও৷

ভিডিওটি ভাইরাল হয়ে যায় মুহূর্তে৷ ছত্তীসগড়ের এক আইএএস অফিসার ভিডিওটি প্রথম পোস্ট করেন ট্যুইটারে৷

ইউটিউবে ভিডিও-টির সোর্স খুঁজে দেখা যায়, গত ২৩ এপ্রিল ভিডিওটি পোস্ট করা হয়েছে৷ ভিয়েতনামে কিছু জায়গায় এই ঘটনা ঘটেছে৷ ভিয়েতনামের কাও ব্যাং এলাকায়৷ ৮ ঘণ্টার লম্বা ফুটেজ৷

বহু ভিয়েতনামবাসীও এই ভিডিওটি পোস্ট করেছে ইউটিউবে৷

   
Published by: Arindam Gupta
First published: April 28, 2020, 10:58 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर