Uttar Pradesh News: মোদি শহর ছাড়তেই ফুলের টব চুরির হিড়িক! ভাইরাল লখনউয়ের ভিডিও, নিন্দার ঝড়
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে লখনউ শহরের রাস্তার ধারে রকমারি ফুল গাছের টব এনে সাজানো হয়েছিল৷
প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ১০১ তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে শুক্রবার লখনউয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সরকারি সূচি মেনেই একাধিক প্রকল্প এবং কর্মসূচির উদ্বোধনও করেন তিনি৷ কিন্তু প্রধানমন্ত্রীর লখনউ সফর শেষ হতে না হতেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে উত্তর প্রদেশের রাজধানী শহরের একটি ভিডিও৷ যেখানে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শহর সাজাতে নিয়ে আসা ফুল গাছের টব ইচ্ছে মতো চুরি করে নিয়ে চলে যাচ্ছেন সাধারণ মানুষ৷
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে লখনউ শহরের রাস্তার ধারে রকমারি ফুল গাছের টব এনে সাজানো হয়েছিল৷ ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে, স্কুটার, মোটরসাইকেল থামিয়ে সেই সমস্ত টবই তুলে নিয়ে চলে যাচ্ছেন অনেকে৷ কেউ কেউ আবার দু হাতে দুটি ফুলের টব নিয়েও হাঁটা লাগান৷ এমন কি, টব চুরির ভিডিও করা হচ্ছে বুঝতেও পেরেও চুরি থামাননি তাঁরা৷ কেউ একটি, কেউ দুটি আবার অনেকে তো একসঙ্গে তিনটি টবও ব্যাগে ভরে নিয়ে চলে যান৷
advertisement
শেষ পর্যন্ত যিনি এই ভিডিও মোবাইলে রেকর্ড করছিলেন, তাঁকে বলতে শোনা যায়, ‘এখান থেকে কেন এভাবে ফুলের টব তুলে নিয়ে যাচ্ছেন আপনারা?’ তাতেও অবশ্য কোনও কাজ হয়নি৷
advertisement
मोदी जी लखनऊ से चले गए और लखनऊ वालों ने गमले चुराना शुरू कर दिया😂😂 pic.twitter.com/TqlVHGfgmH
— Kavish Aziz (@azizkavish) December 25, 2025
advertisement
ভিডিও-তে আরও দেখা গিয়েছে, কাছেই একজন পুলিশকর্মীও দাঁড়িয়ে রয়েছেন৷৷ কিন্তু তিনিও টব চুরিতে বাধা দেননি৷
ভিডিওটি সমাজমাধ্যমে শেয়ার করে একজন সাংবাদিক লিখেছেন, ‘মোদিজি লখনউ ছেড়ে চলে যেতেই লখনউয়ের বাসিন্দারা টব চুরি শুরু করে দিয়েছেন৷’
স্বাভাবিক ভাবেই এই ভিডিও সমাজমাধ্যমে দেখেই লখনউয়ের বাসিন্দাদের একাংশের এই আচরণের কড়া নিন্দা করেছেন অনেকে৷ একজন লিখেছেন, ‘সরকারি সম্পত্তিকে যাঁরা ব্যক্তিগত সম্পত্তি বলে ভাবেন তাঁদের সত্যিই কিছু বলার নেই৷ রাস্তার ধার থেকে টব চুরি, বাতিস্তম্ভ থেকে আলো চুরি, এমন কি, কেউ কেউ তো ডাস্টবিনও চুরি করেন৷ সরকার কি এদের চিহ্নিত করে এই জিনিসগুলি উদ্ধার করবে?’
advertisement
আর একজন লিখেছেন, ‘লখনউয়ের মানুষ তো চোর ছিল না৷ তাঁরা রাজ জীবনযাপন করতেন৷ এসব কখন হল? অন্য একজন লিখেছেন, নাগরিক সচেতনতা, আইনশৃঙ্খলা বলে কিছুই নেই!’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 26, 2025 8:04 PM IST









