Viral Video: জগিংয়ে বেরিয়ে প্রেমিকার কাছে স্বামী, লুকিয়ে দেখলেন স্ত্রী! তারপর যা হল দেখুন...
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার দৃশ্যে নিমেষে ভাইরাল হয়েছে (Viral Video)।
#নয়াদিল্লি: যেন 'পতি পত্নী অওর উও'-এর রিয়াল লাইফ ভার্সান। প্রেমিকার সঙ্গে স্বামীকে একেবারে হাতেনাতে ধরলেন স্ত্রী। পার্কের বেঞ্চে গার্লফ্রেন্ডের সঙ্গে বসে সময় কাটাচ্ছিলেন স্বামী। তাও আবার ভোরবেলা, জগিংয়ে যাওয়ার নাম করে। আর স্ত্রী সেখানে গিয়ে স্বয়ং হাজির। প্রেমিকার কাঁধে সেই সময় মাথা রেখে প্রেমের কথা বলছিলেন স্বামী। স্ত্রী সেই দৃশ্যে দেখে দু'জনকেই একেবারে হাতেনাতে ধরে ফেললেন। আর স্ত্রীকে সেখানে দেখেই, পাগলের মতো দৌড় লাগালেন স্বামী। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার দৃশ্যে নিমেষে ভাইরাল হয়েছে (Viral Video)।
জানা গিয়েছে, প্রতিদিনই জগিংয়ে যাওয়ার নাম করে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতেন স্বামী (Viral Video)। বহুদিন ধরে জগিংয়ের পরেও স্বামীর ওজনে কোনও রকম পরিবর্তন না দেখেই সন্দেহ হয়েছিল স্ত্রীর। আর তারপরেও স্ত্রী বুঝতে পেরেছিলেন, কোনও একটা গন্ডগোল রয়েছে। একদিন স্বামী বেরনোর পরই স্ত্রীও তাঁর পিছু নেন। সেখানে কিছু দূর যাওয়ার পরই একটি পার্কে ঢুকে পড়েন স্বামী। সেখানে পিছন পিছন চলে যান স্ত্রীও। দূর থেকে দেখতে পান, অন্য এক মহিলাও সেখানে উপস্থিত। প্রেমিকার কাঁধে মাথা রেখে বেঞ্চে বসে গল্প শুরু হয় দু'জনের।
advertisement
advertisement
এর পরই স্ত্রী বেঞ্চের দিকে এগিয়ে যান। আর তারপরেই গোটা ঘটনা জলের মতো পরিষ্কার হয়ে যায়। স্ত্রীকে সেখানে দেখে হকচকিয়ে যান স্বামী। পাগলের মতো দৌড়ে পালানোর চেষ্টা করেন। স্ত্রী চিৎকার করে বলেন, 'দাঁড়াও, তোমাকে আমার দিব্যি, দাঁড়াও। কথাটা শোনো। আচ্ছা না দাঁড়ালে, বাড়িতে ফেরো'। সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ভাইরাল হয়েছে এই ভিডিও (Viral Video)। নেটিজেনরা স্বামীর পরিস্থিতি দেখে হেসে খুন। এক ইউজার লিখেছেন, 'ওয়াও, কী সময় এল'। আরেকজনের মন্তব্য, 'এর পর কী হল, জানার অপেক্ষায় থাকলাম'।
advertisement
আরও পড়ুন: 'প্লিজ সাপ তুমি চলে যাও', মহিলার অনুরোধ শুনে বিষধর গোখরো যা করল!
গত মাসেই এমন এক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় (Viral Video)। স্বামীকে অন্য মহিলার সঙ্গে একটি হোটেলের বাইরে হাতেনাতে ধরে ফেলেছিলেন স্ত্রী। অন্য মহিলাকে স্ত্রী সেখানেই মারতে শুরু করেছিলেন। যদিও সেই মহিলা নিজের মুখ ওড়না দিয়ে ঢেকে রেখেছিলেন। স্ত্রী বার বার সেই ওড়না সরিয়ে দেখার চেষ্টা করছিলেন এবং চিৎকার করছিলেন, 'এটা কে?'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 01, 2021 9:08 PM IST