Viral video: দুই মাথা-তিন চোখ নিয়ে ভূমিষ্ঠ হল গো-শাবক, গ্রামে যেন উৎসব! তুমুল ভাইরাল এই ভিডিও...

Last Updated:

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral video) হয়েছে বাছুরটির ভিডিও।

 দুই মাথা-তিন চোখ নিয়ে ভূমিষ্ঠ হল গো-শাবক, গ্রামে যেন উৎসব! তুমুল ভাইরাল এই ভিডিও...
দুই মাথা-তিন চোখ নিয়ে ভূমিষ্ঠ হল গো-শাবক, গ্রামে যেন উৎসব! তুমুল ভাইরাল এই ভিডিও...
#ভুবনেশ্বর: এমন অনেক সময়ই ঘটে যা সত্যিই অবিশ্বাস্য মনে হয়। ভারতের মতো বৈচিত্রপূর্ণ দেশে তো সেই সংখ্যাটা আরও বেশি। দেশজুড়ে নবরাত্রি ও দুর্গোৎসব চলাকালীন সম্প্রতি ওড়িশার এই ঘটনাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই সাড়া ফেলে দিয়েছে। ওড়িশার নবরংপুরে একটি অদ্ভুত রূপের বাছুরের জন্ম হয়েছে, যার দু'টি মাথা ও তিনটি চোখ। স্থানীয়রা এই ঘটনা জানার পরই ওই বাছুরকে পুজোও করতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral video) হয়েছে বাছুরটির ভিডিও।
ধনীরাম নামের এক ব্যক্তির বাড়িতে জন্ম হয়েছে বাছুরটির। নবরংপুরের কুমুলি পঞ্চায়েতের বীজাপুরে ধনীরামের বাড়ি। পেশায় তিনি একজন কৃষক। এই অদ্ভুতরূপী বাছুরটি জন্মানোর পরই হতবাক হয়েছে গোটা পরিবার। তারই সঙ্গে খবর ছড়িয়ে পড়েছে গোটা গ্রামে। অনেকে উৎসাহ নিয়ে এমন অদ্ভুত রূপের বাছুরটিকে দেখতেও এসেছেন ধনীরামের বাড়িতে। ভিডিও (Viral video) দেখে সোশ্যাল মিডিয়াতেও নেটিজেনরা যেন বিশ্বাসই করতে পারছেন না। একটি বাছুরের দু'টি মাথা ও তিনটি চোখ (Viral video)।
advertisement
advertisement
advertisement
দু'বছর আগে একটি গোরু কিনেছিলেন ধনীরাম। কিছুদিন আগেই সেটি সন্তানসম্ভবা হয়। বাছুরের জন্মের সময় বেশ কষ্টও পেয়েছে গোরুটি। এরপর দুই মাথা ও তিনটি চোখ সমেত একটি বাছুরের জন্ম দিয়েছে সে। ধনীরামের ছেলে জানিয়েছেন, বাছুরটি এমনিতে সুস্থ। তবে মায়ের দুধ খেতে একটু সমস্যা হচ্ছে শাবকটির। ফলে আলাদা করেও তাকে দুধ খাওয়ানো হচ্ছে। নবরাত্রির এমন সময় এই বাছুরের জন্ম নিয়ে গ্রামেও যেন উৎসব শুরু হয়েছে। অনেকেই বাছুরটিকে পুজো করেছেন বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: আতঙ্কের চোরাস্রোতে থরহরি কম্প, বৃষ্টির মধ্যে ঘরে ঢুকে গেল কুমীর, দেখুন ভিডিও
সোশ্যাল মিডিয়ায় ওড়িশার নবরংপুরের এমন দুই মাথা ও তিন চোখসমতে বাছুরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। আপনি দেখেছেন?
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Viral video: দুই মাথা-তিন চোখ নিয়ে ভূমিষ্ঠ হল গো-শাবক, গ্রামে যেন উৎসব! তুমুল ভাইরাল এই ভিডিও...
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement