Viral Video: পেট্রোল পাম্পে এল দুটি বাইক, তুলল মেয়েটিকে! তারপর...হাড়হিম সেই ভিডিও দেখুন!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Viral Video: জানা গিয়েছে, ১৯ বছরের অপহৃতা তরুণী ভিন্দ জেলার বাসিন্দা। তিনি কলা বিভাগের পড়ুয়া। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
গোয়ালিয়র: দিনেরবেলা তিন ব্যক্তি এসে এক তরুণীকে অপহরণ করে চলে গেল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের এই ভিডিও। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পেট্রোল পাম্প থেকে তরুণীকে বাইকে চাপিয়ে তুলে নিয়ে যাওয়ার দৃশ্য পেট্রোল পাম্পের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
সেই সিসিটিভি ফুটেজ উঠে এসেছে সোশ্যাল মিডিয়াতেও। যেখানে দেখা গিয়েছে, বাইক নিয়ে পেট্রোল পাম্পে ঢোকে এক যুবক। বাকি দুই যুবক তরুণীকে তুলে নিয়ে এসে বাইকে চাপিয়ে চলে যায়। পেট্রোল পাম্পে উপস্থিত অন্যান্য লোকেরা কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন।
আরও পড়ুন: ফাইনালের পর ভারতীয় ড্রেসিং রুমের কেমন ছিল অবস্থা? এরই মাঝে আচমকা আরেক পুরস্কার এল বিরাটের ঝুলিতে, দেখুন
মধ্যপ্রদেশের গোয়ালিয়রের পেট্রোল পাম্পের সামনে থেকে বাইকে করে দুই দুষ্কৃতী তুলে নিয়ে যায় তরুণীকে। পাম্পেরই সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ভয়াবহ দৃশ্য। তাতে দেখা গিয়েছে, পাম্পে কয়েকজন তেল নিচ্ছেন। সেই সময় সেখানে অন্য একটি বাইক এসে দাঁড়ায়। তার আরোহীর মুখ কাপড়ে ঢাকা।
advertisement
advertisement
আরও পড়ুন: রোজ যত খুশি হাঁটলে উল্টে শরীরের ক্ষতি! বয়স অনুযায়ী হাঁটার পরিমাণ আলাদা, কতটা হাঁটবেন জানুন
জানা গিয়েছে, ১৯ বছরের অপহৃতা তরুণী ভিন্দ জেলার বাসিন্দা। তিনি কলা বিভাগের পড়ুয়া। সোমবার সকাল ৮.৩০ নাগাদ ওই এলাকায় একটি বাস থেকে নামেন তিনি। দীপাবলি উদযাপনের জন্য ভিন্দ গিয়েছিলেন তিনি, সেখান থেকেই ফিরছিলেন। পেট্রোল পাম্পের কাছে ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন তিনি। তখনই অপহরণ করা হয় তাঁকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
advertisement
News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন- https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 20, 2023 6:24 PM IST