Viral Video: কলেজের প্রিন্সিপালকে সপাটে চড় বিধায়কের, কেন? তুমুল ভাইরাল ভিডিও
- Published by:Raima Chakraborty
Last Updated:
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দেখে এমন প্রশ্নই তুলছেন নেটিজেন। (Viral Video)
#বেঙ্গালুরু: কর্ণাটকের কলেজে মারাত্মক ঘটনা। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার দৃশ্য এখন ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। নলওয়ারি কৃষ্ণরাজ কলেজের প্রিন্সিপালকে সপাটে চড় মারছেন জনতা দলের (সেকুলার) এক বিধায়ক। অভিযুক্ত নেতার নাম এম শ্রীনিবাস। কিন্তু কেন হঠাৎ কলেজ পরিদর্শনে গিয়ে প্রিন্সিপালকে চড় মারলেন নেতা? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দেখে এমন প্রশ্নই তুলছেন নেটিজেন। (Viral Video)
প্রিন্সিপালকে চড় মারার কারণ শুনেও চমকে উঠছেল সকলে। কলেজে কাজ চচলছে কম্পিউটার ল্যাবের। কলেজ পরিদর্শনে গিয়ে প্রিন্সিপালকে বিধায়ক শ্রীনিবাস প্রশ্ন করেন, কাজ কেমন এগোচ্ছে। সেই প্রশ্নের উত্তর একবারে দিতে না পেরে, খানিক হোঁচট খেয়ে সময় নিয়ে বলেন প্রিন্সিপাল। আর তাতেই রেগে লাল বিধায়ক। সপাটে প্রিন্সিপালকে সকলের সামনেই চড় মারেন বিধায়ক।
advertisement
JanataDal MLA M Srinivas slaps the Principal of Nalwadi krishnaraja college in Karnataka in infront of everyone This happens when power goes to head Shame😈 pic.twitter.com/8RTCCud8Mo
— Sheetal Chopra 🇮🇳 (@SheetalPronamo) June 21, 2022
advertisement
আরও পড়ুন: খুব সাবধান! টেবিল ফ্যান চালাতে গিয়ে যেভাবে প্রাণ গেল, জানলে আঁতকে উঠবেন
গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২০ জুন, তবে প্রকাশ্যে এসেছে কয়েকদিন পর। মান্ড এলাকার বিধায়ক এম শ্রীনিবাসকে পরিষ্কার ভিডিওতে প্রিন্সিপালকে চড় মারতে দেখা গিয়েছে। তাঁর রেগে যাওয়া মুখের ভঙ্গিমায় ধরা পড়েছে ভিডিওতে। সেখানে উপস্থিত সকলেই হতবাক ও অস্বস্তিতে পড়েন এমন কাণ্ডের পর।
advertisement
আরও পড়ুন: একদিনের কন্যাসন্তানকে গলা টিপে খুন বাবার, কারণ শুনলে চমকে যাবেন!
নেটিজেনও এই ভিডিও দেখে প্রতিবাদ করেছেন। অনেকেরই বক্তব্য, ক্ষমতা মাথার উপর উঠে গেলে এমনই হয়। অনেকেই আবার ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন বিধায়কের কাছে। অন্য কর্মীরা কেন তখন প্রতিবাদ করলেন না, তা নিয়েও অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 22, 2022 3:15 PM IST