Viral Video: ট্রেনে তুলকালাম...! TTE-GRP-দের ধুন্ধুমার মারপিট! দুর্বার গতিতে ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: কানপুর ট্রেনের বগিতে জিআরপি কনস্টেবল ও টিটিই-র মধ্যে চরমে পৌঁছল সংঘর্ষ। আর সেই ঘটনা ঘিরেই দুই পক্ষের মধ্যে ব্যাপক তোলপাড় বেধে গেল মুহূর্তে।

দুর্বার গতিতে ভাইরাল ভিডিও 
 Viral Video
দুর্বার গতিতে ভাইরাল ভিডিও Viral Video
ভাইরাল ভিডিও: কানপুর ট্রেনের বগিতে জিআরপি কনস্টেবল ও টিটিই-র মধ্যে চরমে পৌঁছল সংঘর্ষ। আর সেই ঘটনা ঘিরেই দুই পক্ষের মধ্যে ব্যাপক তোলপাড় বেধে গেল মুহূর্তে। উপস্থিত এক ব্যক্তি তুমুল বচসার ওই মুহূর্তের ভিডিও তুলে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই ভাইরাল হয়ে যায় নিমেষের মধ্যে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই টিটিই এলাহাবাদ সদর দফতরে মোট ৫ জন জিআরপি কনস্টেবলের বিরুদ্ধে হামলা ও টাকা লুঠ করার অভিযোগ দায়ের করেছেন।। আর সেই অভিযোগ ঘিরেই চরমে পৌঁছয় দু’পক্ষের লড়াই। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, উত্তরপ্রদেশের কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে ট্রেনের বগিতে জিআরপি কনস্টেবল ও টিটিইর মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায়।
advertisement
advertisement
advertisement
সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে সোমবার রাত আড়াইটা নাগাদ মথুরা থেকে প্রয়াগরাজ যাচ্ছিল প্রয়াগরাজ সুপারফাস্ট এক্সপ্রেস। সেই সময়ে ফতেপুর জিআরপি থানার এসও সাহেব সিং তাঁর চার কনস্টেবলের সঙ্গে ডাকাতির অভিযোগে অভিযুক্ত একজনকে নিয়ে কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে পৌঁছন। তাঁরা সবাই ফতেপুর যাওয়ার জন্য ট্রেনের A-2 বগিতে ওঠেন।
নির্ধারিত কোচের টিটিই নীতেশ কুমারের অভিযোগ, তিনি যখন জিআরপি কর্মীদের টিকিটের বিষয়ে জিজ্ঞাসা করেন তখনই তাঁরা মারামারি শুরু করেন। শুধু তাই নয়, এরপর ওই কনস্টেবলরা কোচ অ্যাটেনডেন্ট ভি কে শর্মাকেও মারধর করেন বলে দাবি করা হয়েছে।
advertisement
অভিযোগ, জিআরপির আরও কিছুজন এসে ভি কে শর্মা এবং নীতেশ কুমারকে আক্রমণ করেন। এইভাবে রেল কর্মচারীদের মারধরের প্রসঙ্গে রেলওয়ে ইউনিয়নের একাধিক কর্মচারী বিক্ষোভ প্রদর্শন করেন। শুধু তাই নয়, অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়।
advertisement
ইতিমধ্যেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে কানপুর সেন্ট্রালের ডিরেক্টর আশুতোষ সিং জানিয়েছেন, টিটিই এবং জিআরপি পুলিশকর্মীদের মধ্যে লড়াইয়ের ভিডিও সামনে এসেছে। এই বিষয়ে প্রয়াগরাজেও অভিযোগ উঠেছে। পাশাপাশি জিআরপি এসপি অষ্টভুজা প্রসাদ সিং জানিয়েছেন যে, প্রয়াগরাজের সিও সুনিতা সিং বিষয়টি তদন্ত করছেন। তিনি কানপুর জিআরপি থানায় পৌঁছে সবার সাথে কথা বলেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: ট্রেনে তুলকালাম...! TTE-GRP-দের ধুন্ধুমার মারপিট! দুর্বার গতিতে ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement