Viral: ১৪ তারিখে প্রথম দেখা, তারপরে প্রেম, ১৫ তারিখ বিয়ে! হতবাক করে দেওয়া কাহিনি
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Viral: যুবতীর বাবা-মা কিছুতেই সেই বিয়ের অনু্ষ্ঠানে রাজি হননি। শেষে যুবতী যা সিদ্ধান্ত নিলেন তা এককথায় অভিনব।
মির্জাপুর: প্রথম দেখাতেই প্রেম। তারপরে আর দেরি করতে রাজি নন যুবক-যুবতী। তাই প্রেম শুরু হওয়ার একদিনের মধ্যেই বিয়ে করে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাঁরা। ঘটনার উত্তরপ্রদেশের মির্জাপুরের। সেখানে এক বিয়ে বাড়ির অনুষ্ঠানে এসে এক যুবকের প্রেমে পড়ে যান যুবতী। প্রেম এতোটাই গভীর হয়ে যায় যে পরেরদিনই তাঁকে বিয়ে করতে চান তিনি। যুবতীর বাবা-মা কিছুতেই সেই বিয়ের অনু্ষ্ঠানে রাজি হননি। শেষে যুবতী যা সিদ্ধান্ত নিলেন, তা এককথায় অভিনব।
মির্জাপুর জেলার বিন্ধ্যাচল থানা এলাকার মহদৌরা গ্রামে দেখা গেছে এক অভিনব বিয়ের অনুষ্ঠান। প্রথম দিন দেখা হয়। সেখান থেকে শুরু প্রেম। পরের দিনই বিয়ে। প্রয়াগরাজ জেলার মান্দার বাসিন্দা অনিতা মৌর্যও সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন মির্জাপুরে। সেখানে এসে কমলেশ নামে স্থানীয় এক যুবকের সঙ্গে আলাপ হয় তাঁর। মাত্র কয়েকঘণ্টা সময়ে সেই পরিচয় প্রেমের সম্পর্কের রূপ নিয়ে নেয়।
advertisement
বিষয়টি এখানেই থেমে থাকেনি। ওই যুবক-যুবতী দ্রুত একে অপরকে বিয়ে করে নিতে চান। যুবতীর বাবা এবং মা কিছুতেই বিয়েতে রাজি ছিলেন না। তাঁরা অনেকবার যুবতীকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু কিছুতেই যুবতী রাজি হননি। শেষে ওই দিনই নিজের বাড়ি ফিরে যান যুবতীর বাবা এবং মা। কিন্তু যুবতী ওই আত্মীয়ের বাড়িতে থেকে যান।
advertisement
advertisement
১৫ মার্চ গ্রামে একটি মন্দিরে কমলেশকে বিয়ে করেন অনিতা। যুবতীর মামা কন্যাদান করেন। গ্রামবাসীরাও বিয়ের রীতিতে যোগ দেন। গ্রামের বাসিন্দারা জানান, প্রেম করে বিয়ে করার মতো ঘটনা ঘটলেও, প্রেমের একদিনের মধ্যে বিয়ে এমন ঘটনা আগে কখনও শোনেননি তাঁরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 16, 2023 6:02 PM IST








