Viral Song: সোশ্যাল মিডিয়ায় গান পোস্ট করে ভাগ্য বদলাল, বলিউডে ডাক পেলেন ইলেকট্রিশিয়ানের ছেলে

Last Updated:

‘পুষ্পা’ ছবির সুপারহিট ‘শ্রীবল্লি’ গেয়ে প্রচারের আলোয় চলে আসেন চন্দ্রশেখর। দিন কয়েক আগেই এই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বেগুসরাইয়ের ছেলে চন্দ্রশেখর। সেই সঙ্গে বলিউডে গানের একটা সুযোগ চেয়ে তিনি ওই ভিডিওতে অভিনেতা সোনু সুদকেও ট্যাগ করেন।

বিহার: মুক্তি পাওয়ার পরেই জনপ্রিয়তা লাভ করেছিল দক্ষিণী ছবি ‘পুষ্পা’-র গান ‘শ্রীবল্লি’। সেই ঘটনার বছর ঘুরে যাওয়ার পরেও জাভেদ আলির গাওয়া এই গান এখনও ভক্তদের মুখে মুখে ফেরে। তবে কে জানত এই গানটিই ঘুরিয়ে দেবে বিহারের এক যুবকের ভাগ্য!
বিহারের বেগুসরাইয়ের ছেলে চন্দ্রশেখর মিশ্র। বাবা কৃষ্ণকুমার মিশ্র  ইলেকট্রিক মিস্ত্রি। মা গৃহবধূ। সংবাদমাধ্যম সূত্রের খবর, ‘পুষ্পা’ ছবির সুপারহিট ‘শ্রীবল্লি’ গেয়ে প্রচারের আলোয় চলে আসেন চন্দ্রশেখর। দিন কয়েক আগেই নিজের এই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ওই যুবক। সেই সঙ্গে বলিউডে গানের একটা সুযোগ চেয়ে তিনি ওই ভিডিওতে অভিনেতা সোনু সুদকেও ট্যাগ করেন। তাঁর সুরেলা কণ্ঠের সেই গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এমনকী তাঁর আর্জি পৌঁছয় অভিনেতার কাছেও। এর পর চন্দ্রশেখরের কাছে সোনুর ফোন আসে। তিনি ওই যুবকের সঙ্গে দেখা করতে চান বলে জানান।
advertisement
সংবাদমাধ্যমের কাছে চন্দ্রশেখর জানান যে, প্রায় ১৫ বছর আগেই তাঁর সঙ্গীত সফরের সূচনা হয়েছিল। দাদুর কাছেই হাতেখড়ি। দাদুর সঙ্গে গাইতেন তিনি। গত ৫ বছর ধরে চন্দ্রশেখর মোবাইলে গান রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেরকমই এবার ‘শ্রীবল্লি’ গান গেয়েও পোস্ট করেন। আর তার পরেই তা ভাইরাল হয়ে যায়। এর আগে অবশ্য দু’টি অ্যালবামে গান গেয়েছেন চন্দ্রশেখর। যদিও তার জন্য কোনওরকম স্বীকৃতি পাননি। ফলে তেমন কাজও হাতে আসেনি। তবে সোনু সুদ তাঁকে মুম্বইয়ে ডাকার পরে আনন্দে আপ্লুত তিনি।
advertisement
advertisement
নিউজ ১৮ লোকালের সঙ্গে কথা বলার সময় চন্দ্রশেখর ওই গানটি গেয়েও শুনিয়েছেন। চন্দ্রশেখরের বক্তব্য, গ্রামে থাকার কারণে তেমন একটা সুযোগ পাননি। কিন্তু তার পরেও হাল ছাড়েননি। এই প্রসঙ্গে স্থানীয় মহন্ত প্রণব ভারতী রাই জানিয়েছেন যে, চন্দ্রশেখরকে আর্থিক ভাবে সহায়তা প্রদান করা হয়েছিল। এখন তাঁর জন্য গ্রামের নাম উজ্জ্বল হবে বলে গ্রামবাসীরা সকলেই খুশি।
advertisement
চন্দ্রশেখর আরও বলেন যে, ৯ এপ্রিল পূর্ণিয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে আসার কথা ছিল সোনুর। কিন্তু কোনও কারণে তা বাতিল হয়ে যায়। সেখানেই হয়তো দেখা হতো তাঁর সঙ্গে। তবে অনুষ্ঠান বাতিল হওয়ার পরেই সোনু চন্দ্রশেখরকে মুম্বই ডেকে পাঠান। আপাতত মায়ানগরীতে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্নে এখন বিভোর বেগুসরাইয়ের যুবক।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Song: সোশ্যাল মিডিয়ায় গান পোস্ট করে ভাগ্য বদলাল, বলিউডে ডাক পেলেন ইলেকট্রিশিয়ানের ছেলে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement