Viral: মা পরীক্ষা দিচ্ছেন, কান্না থামিয়ে ৬ মাসের শিশুকে দীর্ঘ ক্ষণ সামলে রেখে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পুলিশ কনস্টেবল
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Viral: আমদাবাদ পুলিশ তাদের অফিশিয়াল পেজে দয়ার ছবি পোস্ট করে। সেখান থেকেই ভাইরাল
আমদাবাদ : সামাজিক মাধ্যমে নন্দিত এবং চর্চিত গুজরাতের এক মহিলা কনস্টেবল। ছড়িয়ে পড়েছে শিশুসন্তানকে কোলে নিয়ে তাঁর ছবি। এই সন্তান তাঁর নিজের নয়। কোনও পরিচিতের সন্তানকেও কোলে নেননি তিনি। জানা গিয়েছে, ওই তরুণী কর্মরত ছিলেন গুজরাতের ওধাভ এলাকায় এক পরীক্ষাকেন্দ্রে। সেখানে চলছিল গুজরাত হাইকোর্টের পিওন রিক্রুটমেন্ট পরীক্ষা। প্রতিযোগিতামূলক ওই পরীক্ষা দিতে এসেছিলেন এক তরুণী। সঙ্গে ৬ মাসের শিশু। সন্তানকে নিয়েই পরীক্ষা দিতে আসতে বাধ্য হন ওই তরুণী। কারণ বাড়িতে শিশুর দেখভালের জন্য কেউ ছিলেন না। পরীক্ষাকেন্দ্রে যাতে সন্তানের মা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন, তার জন্য ওই সময়টুকু তাঁর সন্তানকে সামলান কনস্টেবল দয়া বেন। আমদাবাদ পুলিশ তাদের অফিশিয়াল পেজে দয়ার ছবি পোস্ট করে। সেখান থেকেই ভাইরাল।
পোস্টের ক্যাপশন থেকে জানা যাচ্ছে পরীক্ষা শুরুর আগে তারস্বরে কান্না জুড়ে দেয় শিশুটি। সে সময় সাহায্য করতে এগিয়ে আসেন কনস্টেবল দয়া। কোলে রেখে সামলান শিশুকে। যাতে তার মা নিরুদ্বেগে পরীক্ষা দিতে পারেন।
ઓઢવ ખાતે પરીક્ષા આપવા માટે આવેલ મહીલા પરીક્ષાર્થીનુ બાળક રોતું હોય જેથી મહિલા પરીક્ષાથી નું પેપર દરમિયાન સમય બગડે નહીં અને પરીક્ષા વ્યવસ્થિત રીતે આપી શકે તે સારું મહિલા પોલીસ કર્મચારી દયાબેન નાઓએ માનવીય અભિગમ દાખવી બાળકને સાચવેલ જેથી માનવીય અભિગમ દાખવવામાંઆવેલ છે pic.twitter.com/SIffnOhfQM
— Ahmedabad Police અમદાવાદ પોલીસ (@AhmedabadPolice) July 9, 2023
advertisement
advertisement
পোস্টের ক্যাপশন থেকে জানা যাচ্ছে, ‘‘মহিলা পুলিশ কনস্টেবল এমন একজন তরুণীকে সাহায্য করতে এগিয়ে আসেন, যিনি আমদাবাদের ওধাভে পরীক্ষা দিতে এসেছিলেন। শিশুটি কাঁদতে শুরু করলে সাহায্য ও সহমর্মিতার হাত এগিয়ে দেন কনস্টেবল দয়া।
পুলিশকর্মীর এই মানবিক আচরণ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা বাহবা জানান তাঁকে। নেটিজেনদের মন্তব্য, পুলিশ বিভাগের গর্ব কনস্টেবল দয়া। তিনি নজির স্থাপন করেছেন। পুলিশের এই মানবিক পদক্ষেপে মুগ্ধ সকলে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 12, 2023 12:09 PM IST