Viral News: পথ দুর্ঘটনা কেড়ে নিয়েছে ছেলেকে! বাবা-মা নিলেন এক বেনজির সিদ্ধান্ত
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Viral News: পথ দুর্ঘটনায় সন্তানের মৃত্যুতে বেনজির সিদ্ধান্ত বাবা-মায়ের। গত শুক্রবার পালঘর জেলার ভিরার থেকে আমান যাওয়ার পথে একটি গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় ওই দম্পতির সন্তানের।
মুম্বইঃ পথ দুর্ঘটনায় সন্তানের মৃত্যুতে বেনজির সিদ্ধান্ত বাবা-মায়ের। গত শুক্রবার পালঘর জেলার ভিরার থেকে আমান যাওয়ার পথে একটি গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় ওই দম্পতির সন্তানের। পিটিআই-এর একটি প্রতিবেদন অনুসারে, শুক্রবার বেঙ্গালুরুর কাছে একটি সড়ক দুর্ঘটনায় মারা যান সাকেত দন্ডভাত। ৩০ বছর বয়সি ছেলের মৃত্যুর খবর জানার পর বাবা-মা মৃত সন্তানের অঙ্গ দান করেছিলেন।
ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের মহারাষ্ট্র সেক্রেটারি ডাঃ সন্তোষ কদম বলেছেন যে দান করা অঙ্গগুলি থেকে কমপক্ষে ১১ জন উপকৃত হবেন। ডাঃ কদম বলেন, ‘সাকেতের বাবা-মা ডঃ বিনীত এবং ডাঃ সুমেধা তাঁদের মৃত ছেলের অঙ্গদান করার সিদ্ধান্ত নিয়েছেন।’ মৃত ব্যক্তির বাবা ডক্টর বিনীত দণ্ডবতেও আইএমএ-এর আধিকারিক৷ মাত্র ৫ মাস আগে তাঁর ছেলের বিয়ে হয়েছিল। তাঁর অঙ্গদান করার সম্মতি স্ত্রী অপূর্বার কাছ থেকেও নেওয়া হয়েছে।
advertisement
advertisement
কয়েকদিন আগে কেরালাতে এরকম একটি ঘটনা ঘটে। যখানে ১৬ বছর বয়সির দশম শ্রেণির ছাত্র, সড়ক দুর্ঘটনায় মারা যায়। এবং তাঁর অঙ্গদান করে ছয়জনের জীবন বাঁচানো হয়। ওই ছাত্রের সেকেন্ডারি স্কুল লিভিং সার্টিফিকেট পরীক্ষার (SSLC) ফলাফল ঘোষণার আগে এটি ঘটেছিল। রাজ্যের সাধারণ শিক্ষামন্ত্রী ভি শিভানকুট্টি সংবাদিক সম্মেলনে আবেগপ্রবণ হয়েছিলেন ফলাফল ঘোষণার দিন। তিনি বলেছেন, ‘তিরুবনন্তপুরমে দুর্ঘটনায় মারা যাওয়া দশম শ্রেণির ছাত্র সারাং গ্রেস মার্ক ছাড়াই সমস্ত বিষয়ে পাশ করেছে।’।
advertisement
চলতি মাসের ১৫ তারিখ, একজন বিদেশী পর্যটক বেঙ্গালুরুতে মস্তিষ্কের রক্তক্ষরণে মারা যান। তাঁর পরিবার অঙ্গ প্রতিস্থাপনের প্রয়োজন আছে এমন ছজনকে তাঁর অঙ্গদান করে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 22, 2023 12:32 PM IST