Viral News: 'হয় নাতি-নাতনির মুখ দেখব, নয় ৫ কোটি নেব'! ছেলের বিরুদ্ধে মামলা বাবার, কেন জানেন?

Last Updated:

বক্তার নাম এস আর প্রসাদ, সঙ্গী তাঁর স্ত্রী। (Viral News)

Viral News
Viral News
#দেরাদুন: এমন ঘটনাকে অদ্ভুত বললেও কম বলা হয়। সোশ্যাল মিডিয়ায় আপাতত নেটিজেনের নজর কেড়ে নিয়েছে এমন কাণ্ড। বুধবার উত্তরাখণ্ডের আদালতে নিজের ছেলে ও বৌমার বিরুদ্ধে মামলা দায়ের করলেন এক দম্পতি। আর সেই মামলার কারণ শুনলেই চমকে উঠছেন সকলে। আদালতে মামলাকারী বাবা বলেছেন, 'আমরা শুধুই একজন নাতি-নাতনি চেয়েছি'। বক্তার নাম এস আর প্রসাদ, সঙ্গী তাঁর স্ত্রী। (Viral News)
আদালতে ওই মামলাকারী নিজের ছেলের বিরুদ্ধে মামলা করে দাবি জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে হয় নাতি বা নাতনির মুখ দেখবেন তাঁরা, নয়তো ছেলে-বৌমাকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। হরিদ্বারের বাসিন্দা এই দম্পতি নিজের ছেলে ও বৌমার বিরুদ্ধে এমনই হুঁশিয়ারি দিয়ে মামলা দায়ের করেছেন আদালতে। কিন্তু ছেলে-বৌমার কাছ থেকে এমন দাবি কেন করছেন তাঁরা?
advertisement
advertisement
advertisement
advertisement
মামলাকারী দম্পতির বক্তব্য, '২০১৬ সালে ওঁদের বিয়ে দিয়েছি। ইচ্ছে ছিল নাতি-নাতনির মুখ দেখব। ছেলে হোক বা মেয়ে, তা নিয়ে আমরা ভাবিত নই। আমরা শুধু একজনের মুখ দেখতে চেয়েছি।' এস আর প্রসাদের আরও বক্তব্য, 'ছেলেকে আমেরিকায় পড়াতে গিয়ে জীবনের সর্বস্ব দিয়েছি। আমার কাছে আর কোনও টাকা নেই ওকে পড়াশোনা শেখাতে গিয়ে। বাড়ি তৈরির জন্য ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছি আমরা। আমাদের এখন চারিদিক থেকে সমস্যা। সে কারণেই পিটিশনে ছেলে-বৌমার কাছ থেকে ২.৫ কোটি টাকা করে চেয়েছি।'
advertisement
মামলাকারীর আইনজীবী একে শ্রীবাস্তবের দাবি, 'সমাজের একটা গুরুত্বপূর্ণ সমস্যাকে তুলে ধরেছে এই মামলা। সন্তানদের পিছনে বাবা-মা নিজেদের সমস্ত কিছু উৎসর্গ করেন, ভালো জায়গায় চাকরির উপযুক্ত তৈরি করেন, কিন্তু সন্তানেরা বাবা-মাকে দেখভালের প্রাথমিক আর্থিক দায়িত্বটুকু নেন না। সে কারণে নিজের ছেলে-বৌমার কাছেই এক বছরের মধ্যে সন্তান বা ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন এই দম্পতি'। সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে এই ঘটনা।
বাংলা খবর/ খবর/দেশ/
Viral News: 'হয় নাতি-নাতনির মুখ দেখব, নয় ৫ কোটি নেব'! ছেলের বিরুদ্ধে মামলা বাবার, কেন জানেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement