Viral News: 'হয় নাতি-নাতনির মুখ দেখব, নয় ৫ কোটি নেব'! ছেলের বিরুদ্ধে মামলা বাবার, কেন জানেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
বক্তার নাম এস আর প্রসাদ, সঙ্গী তাঁর স্ত্রী। (Viral News)
#দেরাদুন: এমন ঘটনাকে অদ্ভুত বললেও কম বলা হয়। সোশ্যাল মিডিয়ায় আপাতত নেটিজেনের নজর কেড়ে নিয়েছে এমন কাণ্ড। বুধবার উত্তরাখণ্ডের আদালতে নিজের ছেলে ও বৌমার বিরুদ্ধে মামলা দায়ের করলেন এক দম্পতি। আর সেই মামলার কারণ শুনলেই চমকে উঠছেন সকলে। আদালতে মামলাকারী বাবা বলেছেন, 'আমরা শুধুই একজন নাতি-নাতনি চেয়েছি'। বক্তার নাম এস আর প্রসাদ, সঙ্গী তাঁর স্ত্রী। (Viral News)
আদালতে ওই মামলাকারী নিজের ছেলের বিরুদ্ধে মামলা করে দাবি জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে হয় নাতি বা নাতনির মুখ দেখবেন তাঁরা, নয়তো ছেলে-বৌমাকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। হরিদ্বারের বাসিন্দা এই দম্পতি নিজের ছেলে ও বৌমার বিরুদ্ধে এমনই হুঁশিয়ারি দিয়ে মামলা দায়ের করেছেন আদালতে। কিন্তু ছেলে-বৌমার কাছ থেকে এমন দাবি কেন করছেন তাঁরা?
advertisement
advertisement
Haridwar, Uttarakhand | Parents move court against son&daughter-in-law, demand grandchildren/Rs 5 cr compensation. They were wedded in 2016 in hopes of having grandchildren. We didn't care about gender, just wanted a grandchild: SR Prasad, Father pic.twitter.com/mVhk024RG3
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) May 11, 2022
advertisement
I gave my son all my money, got him trained in America. I don't have any money now. We have taken a loan from bank to build home. We're troubled financially& personally. We have demanded Rs 2.5 cr each from both my son & daughter-in-law in our petition: SR Prasad, Father pic.twitter.com/MeKMlBSFk1
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) May 11, 2022
advertisement
মামলাকারী দম্পতির বক্তব্য, '২০১৬ সালে ওঁদের বিয়ে দিয়েছি। ইচ্ছে ছিল নাতি-নাতনির মুখ দেখব। ছেলে হোক বা মেয়ে, তা নিয়ে আমরা ভাবিত নই। আমরা শুধু একজনের মুখ দেখতে চেয়েছি।' এস আর প্রসাদের আরও বক্তব্য, 'ছেলেকে আমেরিকায় পড়াতে গিয়ে জীবনের সর্বস্ব দিয়েছি। আমার কাছে আর কোনও টাকা নেই ওকে পড়াশোনা শেখাতে গিয়ে। বাড়ি তৈরির জন্য ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছি আমরা। আমাদের এখন চারিদিক থেকে সমস্যা। সে কারণেই পিটিশনে ছেলে-বৌমার কাছ থেকে ২.৫ কোটি টাকা করে চেয়েছি।'
advertisement
মামলাকারীর আইনজীবী একে শ্রীবাস্তবের দাবি, 'সমাজের একটা গুরুত্বপূর্ণ সমস্যাকে তুলে ধরেছে এই মামলা। সন্তানদের পিছনে বাবা-মা নিজেদের সমস্ত কিছু উৎসর্গ করেন, ভালো জায়গায় চাকরির উপযুক্ত তৈরি করেন, কিন্তু সন্তানেরা বাবা-মাকে দেখভালের প্রাথমিক আর্থিক দায়িত্বটুকু নেন না। সে কারণে নিজের ছেলে-বৌমার কাছেই এক বছরের মধ্যে সন্তান বা ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন এই দম্পতি'। সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে এই ঘটনা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 12, 2022 10:31 AM IST