Viral News: লিফটে উঠলেই হাজার টাকা ফাইন! হায়দ্রাবাদে ডেলিভারি বয়, গৃহকর্মীদের জন্য একী নিয়ম!

Last Updated:

সোসাইটিতে লিফট ব্যবহার করা নিয়ে সম্প্রতি একটি নোটিস জারি করা হয় সোসাইটির পক্ষ থেকে। বিজ্ঞপ্তিটি সোশ‍্যাল মিডিয়াতে ভাইরাল হতেই সমালোচনার ঝড় চারিদিকে।

হায়দ্রাবাদঃ আজব নিয়ম হায়দ্রাবাদের একটি হাউজিং সোসাইটিতে!  সোসাইটিতে লিফট ব্যবহার করা নিয়ে সম্প্রতি একটি নোটিস জারি করা হয় সোসাইটির পক্ষ থেকে। বিজ্ঞপ্তিটি সোশ‍্যাল মিডিয়াতে ভাইরাল হতেই সমালোচনার ঝড় চারিদিকে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে ডেলিভারি বয়, গৃহকর্মী এবং শ্রমিকদের বিল্ডিংয়ের মধ্যে যাত্রীবাহী লিফট ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। তবে, যদি তাঁরা “ধরা” পড়ে, তাহলে ১০০০ টাকা জরিমান দিতে হবে হবে।
যদিও এইরকম নোটিসের কারণগুলি জানা যায়নি। সোশ‍্যাল মিডিয়া ‘এক্স’-এ, যা আগে ট‍্যুইটার নামে পরিচিত ছিল, একজন ব্যবহারকারী লিখেছেন, “একটি সমাজ হিসাবে আমরা আমাদের অন্ধকার দিকগুলি, গোপনীয়তাগুলিকে আড়াল করার জন্য প্রোগ্রাম করেছি। আজ আমরা মনে করি যে লোকেরা কঠোর পরিশ্রম করে তাঁরা আমাদের মতো এক জায়গায় সহাবস্থান করতে পারে না। এবং যদি তাঁরা ধরা পড়ে? এটা কি অপরাধ? ১০০০ টাকা জরিমানা? এটি সম্ভবত তাঁদের বেশিরভাগ বেতনের ২৫‍%”।
advertisement
advertisement
একজন ব্যক্তি ব্যাখ্যা করেছেন, ‘এইরকম সোসাইটির বেশিরভাগে বিল্ডিং-এ ১০০টি ফ্ল্যাট রয়েছে এবং ৩-৪টি প্রধান লিফট এবং ১টি সার্ভিস লিফট রয়েছে। তাই, যদি একাধিক গৃহকর্মী, ডেলিভারি বয় প্রধান লিফটগুলি ব্যবহার করা শুরু করে তবে ফ্ল্যাট মালিকদের জন্য অপেক্ষার সময় বেড়ে যাবে। তাই এটা বুদ্ধিমানের কাজ যে গৃহকর্মী, ডেলিভারি বয় তাঁদের জন‍্য যে লিফট আছে তা ব্যবহার করি।” চারিদিকে সমালোচনার ঝড় তবে এই ধরনের নোটিস জনসাধারণের নজরে এই প্রথম আসেনি, আগেও বহুবার এসেছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Viral News: লিফটে উঠলেই হাজার টাকা ফাইন! হায়দ্রাবাদে ডেলিভারি বয়, গৃহকর্মীদের জন্য একী নিয়ম!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement