নামে কী আসে যায়! না এতে কোনও সন্দেহ নেই যে মানুষের পরিচয় তার গুণে৷ কিন্তু এও সত্যি যে নামের মাহাত্ম্য একেবারে অস্বীকার করা যায় না৷ বাবা-মায়েরা সন্তানের নাম রাখার আগে অনেক কিছুই ভাবেন৷ নিজেদের জীবনদর্শন ফুটে ওঠে সন্তানদের নামে৷ নাম রাখার পশ্চাতে অনেক কারণও থাকে৷ তা হতে পারে বিশেষ কোনও ঘটনা, অথবা বিশেষ কোনও তাৎপর্যময় বিষয়৷
বহু উপজাতি বহু শতাব্দী ধরে ভারতে বিভিন্ন বিশ্বাস ও রীতিনীতি নিয়ে বসবাস করে আসছে। এমনই একটি উপজাতি রয়েছে আজকের আলোচনায়৷ কর্ণাটকের এই উপজাতির অদ্ভুত কিছু নাম রয়েছে৷
এদের মধ্যে কারও নাম 'ওবামা', কেউ 'ডলার'। তারা তাদের সন্তানদের নামগুলি খুবই গুরুত্ব সহকারে দেয়। প্রতিটি নামের পিছনেই রয়েছে অদ্ভুত কিছু গল্প৷ কর্ণাটকের ভদ্রপুরে বসবাসকারী 'হাক্কি পিক্কি' উপজাতি খুবই অনন্য। কারণ এই উপজাতির সন্তানদের নাম আগে কেউ কখনও শোনেনি। শুনলে অবাক হবেন, কারও নাম 'সুপ্রিম কোর্ট'কেউ গুগল, আবার কেউ 'শাহরুখ খান' নামে পরিচিত৷ কেউ পরিচিত 'কফি' নামে। বাবা-মায়েরা যে মিষ্টি পছন্দ করেন, সন্তানের নামও রেখেছেন সেই মিষ্টির নামে। তাদের পাসপোর্টেও একই নাম লেখা রয়েছে। প্রসঙ্গত হাক্কি-পিক্কি মানে পাখি ধরা। এই উপজাতিও পাখি ধরত।
এই উপজাতির ১৮১ জন সুদানে আটকা পড়েছে৷ কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, গুজরাট এবং রাজস্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই জনজাতির মানুষেরা। এঁরা আগে জীবিকা নির্বাহের জন্য বনে শিকার করতেন৷ কিন্তু শিকার সংক্রান্ত নিয়ম কঠোর হলে তাঁরা আয়ুর্বেদিক পণ্য বিক্রি শুরু করেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral News