উদয়পুর : বৃহস্পতিবারই দেশের বিভিন্ন প্রান্তে পালিত হল করবা চৌথ ব্রত৷ প্রচলিত রীতি অনুযায়ী স্বামী ও পরিবারের কল্যাণে গৃহিণীরা এই তিথিতে উপবাস ও ব্রত পালন করেন৷ সাম্প্রতিক ট্রেন্ডে গা ভাসিয়ে এখন অনেকেই সামাজিক মাধ্যমে করবা চৌথ ব্রত পালনের ছবি পোস্ট করেন৷ স্ত্রীর পাশে থাকেন স্বামীরাও৷ তবে সোশ্যাল মিডিয়া ছাড়াও হিন্দি ছবির দৌলতে চালুনির মাধ্যমে চন্দ্রদেবতা এবং স্বামীর মুখদর্শন করে স্ত্রীর উপবাস ভঙ্গ করার ছবি অনেক দিন ধরেই জনপ্রিয়৷
করবা চৌথ তিথি পালন করেছেন রাজস্থানের উদয়পুরের সাংসদ অর্জুনলাল মীনাও৷ তবে তাঁর উদযাপনের ছবি ভাইরাল৷ কারণ অন্যদের থেকে তাঁর ছবি আলাদা৷ কারণ অর্জুনলালের উল্টোদিকে চালুনির মধ্যে দিয়ে তাঁর দিকে তাকিয়ে আছেন একজন নয়, বরং একজোড়া স্ত্রী! হ্যাঁ, দুই স্ত্রীর সঙ্গেই করবা চৌথ পালনের ছবি শেয়ার করেছেন অর্জুনলাল৷ ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যাচ্ছে দুই স্ত্রীর মুখের দিকে তাকিয়ে হাসছেন অর্জুনলাল আর তাঁদের তিন জনের দিকে তাকিয়ে হাসছে স্বয়ং চন্দ্রদেবতা৷ ছবির সঙ্গে শেয়ার করা ক্যাপশন থেকে জানা যাচ্ছে মীনার দুই স্ত্রী মীনাক্ষী ও রাজকুমারী আসলে সম্পর্কে দুই বোনও৷
उदयपुर से सांसद अर्जुनलाल मीणा की करवाचौथ मनाते हुए फोटो खूब वायरल हो रही है।
- मीनाक्षी और राजकुमारी जो बहनें भी हैं वो छलनी से चांद और अपने पति अर्जुनलाल को निहार रही हैं। - 2 पत्नी इसलिए क्योंकि हिंदू मैरिज एक्ट का कानून ट्राइबल्स यानी अनुसूचित जनजातियों पर लागू नहीं होता। pic.twitter.com/BuR83HlL5M — Shubhankar Mishra (@shubhankrmishra) October 14, 2022
আরও পড়ুন: চলতি বছরে এই নিয়ে তৃতীয় বার, উৎসবের মরশুমে ফের বাড়ল দুধের দাম
उदयपुर से सांसद अर्जुनलाल मीणा की करवाचौथ मनाते हुए फोटो खूब वायरल हो रही है।
- मीनाक्षी और राजकुमारी जो बहनें भी हैं वो छलनी से चांद और अपने पति अर्जुनलाल को निहार रही हैं। - 2 पत्नी इसलिए क्योंकि हिंदू मैरिज एक्ट का कानून ट्राइबल्स यानी अनुसूचित जनजातियों पर लागू नहीं होता। pic.twitter.com/BuR83HlL5M — Shubhankar Mishra (@shubhankrmishra) October 14, 2022
নেটিজেনরা এই দুই স্ত্রীর সঙ্গে করবা চৌথ পালনের ছবি দেখে নেটিজেনরা হতচকিত৷ অনেকে বেশ মজাও পেয়েছেন৷ কেউ কেউ আবার শক্ত প্রশ্ন তুলে জটিল প্রসঙ্গও এনেছেন৷ নেটিজেনদের প্রশ্ন হিন্দু বিবাহ আইন ভেঙে কী করে দুজন স্ত্রীর সঙ্গে সংসার করছেন বিজেপি সাংসদ অর্জুনলাল মীনা? সে উত্তরও দিয়েছেন এক নেটিজেন৷ তাঁর পোস্টের ক্যাপশনে ব্যাখ্যা, অর্জুনলাল মীনা জনজাতি সম্প্রদায়ের৷ তাই তাঁর ক্ষেত্রে হিন্দু ম্যারেজ অ্যাক্ট কার্যকর নয়৷ তবে এত সহজে কিন্তু বিতর্ক থামছে না৷ অধিকাংশ নেটিজেন প্রতিবাদে সরব হয়েছেন৷ একাংশের ধারণা, অর্জুনলাল মীনা আদতে জানেনই না হিন্দু ম্যারেজ অ্যাক্ট৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Karwa Cahuth 2022, Rajasthan, Udaipur