হোম /খবর /দেশ /
চালুনি দিয়ে মুখ দেখছেন দুই স্ত্রী, বিজেপি সাংসদের করবা চৌথ পালনের ছবি ভাইরাল

চালুনি দিয়ে মুখ দেখছেন দুই স্ত্রী, উদয়পুরের বিজেপি সাংসদের করবা চৌথ তিথি পালনের ছবি ভাইরাল

তাঁর পোস্ট করা ছবি ভাইরাল

তাঁর পোস্ট করা ছবি ভাইরাল

Karwa Chauth 2022 : তাঁর পোস্ট করা ছবি ভাইরাল৷ কারণ অন্যদের থেকে তাঁর ছবি আলাদা

  • Last Updated :
  • Share this:

উদয়পুর : বৃহস্পতিবারই দেশের বিভিন্ন প্রান্তে পালিত হল করবা চৌথ ব্রত৷ প্রচলিত রীতি অনুযায়ী স্বামী ও পরিবারের কল্যাণে গৃহিণীরা এই তিথিতে উপবাস ও ব্রত পালন করেন৷ সাম্প্রতিক ট্রেন্ডে গা ভাসিয়ে এখন অনেকেই সামাজিক মাধ্যমে করবা চৌথ ব্রত পালনের ছবি পোস্ট করেন৷ স্ত্রীর পাশে থাকেন স্বামীরাও৷ তবে সোশ্যাল মিডিয়া ছাড়াও হিন্দি ছবির দৌলতে চালুনির মাধ্যমে চন্দ্রদেবতা এবং স্বামীর মুখদর্শন করে স্ত্রীর উপবাস ভঙ্গ করার ছবি অনেক দিন ধরেই জনপ্রিয়৷

করবা চৌথ তিথি পালন করেছেন রাজস্থানের উদয়পুরের সাংসদ অর্জুনলাল মীনাও৷ তবে তাঁর উদযাপনের ছবি ভাইরাল৷ কারণ অন্যদের থেকে তাঁর ছবি আলাদা৷ কারণ অর্জুনলালের উল্টোদিকে চালুনির মধ্যে দিয়ে তাঁর দিকে তাকিয়ে আছেন একজন নয়, বরং একজোড়া স্ত্রী! হ্যাঁ, দুই স্ত্রীর সঙ্গেই করবা চৌথ পালনের ছবি শেয়ার করেছেন অর্জুনলাল৷ ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যাচ্ছে দুই স্ত্রীর মুখের দিকে তাকিয়ে হাসছেন অর্জুনলাল আর তাঁদের তিন জনের দিকে তাকিয়ে হাসছে স্বয়ং চন্দ্রদেবতা৷ ছবির সঙ্গে শেয়ার করা ক্যাপশন থেকে জানা যাচ্ছে মীনার দুই স্ত্রী মীনাক্ষী ও রাজকুমারী আসলে সম্পর্কে দুই বোনও৷

আরও পড়ুন:  মাঝ আকাশে বিমান, সবাই অসহায়, সেই সুযোগে বিষ উগরে দিলেন মহিলা! এমন কাণ্ড ঘটালেন যে ভিডিও নিমেষে ভাইরাল!

আরও পড়ুন:  চলতি বছরে এই নিয়ে তৃতীয় বার, উৎসবের মরশুমে ফের বাড়ল দুধের দাম

নেটিজেনরা এই দুই স্ত্রীর সঙ্গে করবা চৌথ পালনের ছবি দেখে নেটিজেনরা হতচকিত৷ অনেকে বেশ মজাও পেয়েছেন৷ কেউ কেউ আবার শক্ত প্রশ্ন তুলে জটিল প্রসঙ্গও এনেছেন৷ নেটিজেনদের প্রশ্ন হিন্দু বিবাহ আইন ভেঙে কী করে দুজন স্ত্রীর সঙ্গে সংসার করছেন বিজেপি সাংসদ অর্জুনলাল মীনা? সে উত্তরও দিয়েছেন এক নেটিজেন৷ তাঁর পোস্টের ক্যাপশনে ব্যাখ্যা, অর্জুনলাল মীনা জনজাতি সম্প্রদায়ের৷ তাই তাঁর ক্ষেত্রে হিন্দু ম্যারেজ অ্যাক্ট কার্যকর নয়৷ তবে এত সহজে কিন্তু বিতর্ক থামছে না৷ অধিকাংশ নেটিজেন প্রতিবাদে সরব হয়েছেন৷ একাংশের ধারণা, অর্জুনলাল মীনা আদতে জানেনই না হিন্দু ম্যারেজ অ্যাক্ট৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Karwa Cahuth 2022, Rajasthan, Udaipur