Viral: ‘তুমি আমাকে নিতে এলে না তো, তুমি কথা দিয়েছিলে...’ কফিনবন্দি হবু স্বামীর শেষযাত্রায় কান্নায় ভেঙে পড়লেন ভারতীয় বায়ুসেনার পাইলটের বাগদত্তা

Last Updated:

Viral:দুর্ঘটনায় মৃত্যুর মাত্র দিন দশেক আগে সানিয়ার সঙ্গে এনগেজড হন পাইলট সিদ্ধার্থ যাদব। আগামী ২ নভেম্বর তাঁদের বিয়ে ঠিক হওয়ার কথা ছিল।

দুর্ঘটনায় মৃত্যুর মাত্র দিন দশেক আগে সানিয়ার সঙ্গে এনগেজড হন পাইলট সিদ্ধার্থ যাদব
দুর্ঘটনায় মৃত্যুর মাত্র দিন দশেক আগে সানিয়ার সঙ্গে এনগেজড হন পাইলট সিদ্ধার্থ যাদব
হরিয়ানা: চলতি সপ্তাহের শুরুতে গুজরাতের জামনগরে জাগুয়ার জেট দুর্ঘটনায় নিহত ভারতীয় বায়ুসেনার ফ্লাইট লেফটেন্যান্ট সিদ্ধার্থ যাদবের শেষকৃত্য শুক্রবার পূর্ণ সামরিক মর্যাদায় তাঁর জন্মস্থান হরিয়ানায় সম্পন্ন হয়। অগণিত স্থানীয় মানুষ, ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর সদস্য, পুলিশ কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা তাঁকে অশ্রুসিক্ত বিদায় জানাতে সমবেত হয়েছিলেন। ছিলেন পাইলটের বাগদত্তা সানিয়াও। তিনি শোকে পাগলের মতো ভেঙে পড়েন। হবু স্বামীর নিথর দেহের উপর আছড়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন। তাঁর সেই ভিডিও এখন ভাইরাল। কান্নাভেজা গলায় তাঁর আকুতি শোনা যায়, ‘‘ওর মুখটা একবার আমাকে দেখাও…আর একবার আমাকে দেখতে দাও।’’ কফিনের পাশে দাঁড়িয়ে তরুণী সানিয়া বলতে থাকেন, ‘‘তুমি আমাকে নিতে এলে না তো, তুমি কথা দিয়েছিলে আসবে বলে।’’
দুর্ঘটনায় মৃত্যুর মাত্র দিন দশেক আগে সানিয়ার সঙ্গে এনগেজড হন পাইলট সিদ্ধার্থ যাদব। আগামী ২ নভেম্বর তাঁদের বিয়ে ঠিক হওয়ার কথা ছিল। প্রসঙ্গত হরিয়ানার রেওয়ারির বাসিন্দা সিদ্ধার্থ যে জাগুয়ার যুদ্ধবিমানটি চালাচ্ছিলেন, সেটি জামনগর বিমানঘাঁটি থেকে ওড়ার কিছু ক্ষণ পরই যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। দুর্ঘটনায় ধ্বস্ত বিমান থেকে নিজেকে বাঁচাতে না পারলেও জীবনের শেষ মুহূর্তে অসম সাহসিকতার পরিচয় দেন ২৮ বছর বয়সি এই পাইলট। তিনি তাঁর সহকর্মী পাইলটকে বিমান থেকে বার করে দেন এবং বিমানটিকে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে সরিয়ে একটি খোলা মাঠের দিকে নিয়ে যান। সেখানেই ভেঙে পড়ে যুদ্ধবিমানটি। নয়তো জনবসতিপূর্ণ এলাকায় দুর্ঘটনা ঘটলে আরও অসংখ্য মানুষ প্রাণ হারাতেন।
advertisement
আরও পড়ুন : যাত্রীদের জন্য একগুচ্ছ সুবিধে! নববর্ষ উপলক্ষে পয়লা বৈশাখের আগেই নতুন সাজে সাজছে কলকাতার প্রবেশদ্বার শিয়ালদহ স্টেশন
পাইলট সিদ্ধার্থের সহকর্মী মনোজ কুমার সিং আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সম্প্রতি একটি ছোট্ট ছুটি কাটিয়ে ডিউটিতে ফিরে এসেছিলেন সিদ্ধার্থ। রুটিন বিমান অভিযানে অংশ নিতে গিয়েই তিনি দুর্ঘটনার মুখে পড়েন। তাদের পাইলটের মৃত্যুর খবর জানিয়ে ভারতীয় বায়ুসেনা লিখেছে: “এই প্রাণহানির জন্য গভীরভাবে শোক প্রকাশ করছে আইএএফ এবং শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে। দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”
advertisement
advertisement
হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনিও তরুণ পাইলটের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “জামনগরের কাছে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান দুর্ঘটনায় রেওয়ারির মাজরা (ভালখি) গ্রামের ছেলে জাগুয়ার পাইলট সিদ্ধার্থ যাদবের শহিদ হওয়ার প্রতি আমি শ্রদ্ধা জানাই। হরিয়ানার ভূমিপুত্রের এই আত্মত্যাগ চিরকাল স্মরণীয় থাকবে। এই শোকের মুহূর্তে, আমরা সকলেই পূর্ণ সংবেদনশীলতার সাথে শহিদের পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং তাঁর আত্মীয়স্বজনদের প্রতি আমার সম্পূর্ণ সমবেদনা জানাই। ঈশ্বর যেন মৃত আত্মাকে তাঁর ঐশ্বরিক চরণে স্থান দেন।’’
advertisement
ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে নিহত পাইলট সিদ্ধার্থ যাদবের পরিবারের সম্পর্ক দীর্ঘ দিনের। তাঁর বাবা সুশীল যাদব ভারতীয় বায়ুসেনায় চাকরি করেছিলেন এবং তাঁর ঠাকুরদা এবং প্রপিতামহ সেনাবাহিনীতে চাকরি করেছিলেন। তিন প্রজন্মের পারিবারিক ধারা অনুসরণ করে সিদ্ধার্থও বায়ুসেনায় যোগ দিয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত ও কর্মজীবনের অনেক কিছুই অধরা রেখে চলে গেলেন গোলাপের পাপড়ি বর্ষণ এবং গানস্যালুটকে সঙ্গী করে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Viral: ‘তুমি আমাকে নিতে এলে না তো, তুমি কথা দিয়েছিলে...’ কফিনবন্দি হবু স্বামীর শেষযাত্রায় কান্নায় ভেঙে পড়লেন ভারতীয় বায়ুসেনার পাইলটের বাগদত্তা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement