Sealdah Station: যাত্রীদের জন্য একগুচ্ছ সুবিধে! নববর্ষ উপলক্ষে পয়লা বৈশাখের আগেই নতুন সাজে সাজছে কলকাতার প্রবেশদ্বার শিয়ালদহ স্টেশন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Sealdah Station: শিয়ালদহ স্টেশনটি কলকাতা মেট্রো গ্রিন লাইন প্রসারিত অংশের সঙ্গে সংযুক্ত, যা শহরের দ্রুত পরিবহণ ব্যবস্থায় নির্বিঘ্ন সংযোগ দেয়।
কলকাতা : শিয়ালদহ স্টেশন নিঃসন্দেহে সিটি অফ জয়-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবহণ কেন্দ্র, যা কলকাতা শহরকে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, মুর্শিদাবাদ এবং হাওড়া ও হুগলির কিছু অংশের শহরতলির সঙ্গে সংযুক্ত করে। শিয়ালদহ স্টেশনটি কৌশলগতভাবে কলকাতার স্নায়ুকেন্দ্রে অবস্থিত, যা শহর এবং এর আশেপাশের অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে কাজ করে। অসংখ্য মেল/এক্সপ্রেস ট্রেন ছাড়াও, শিয়ালদহ বিভাগ ৯৫০টি ইএমইউ/মেমু পরিষেবা চালায়। শিয়ালদহ স্টেশন প্রতিদিন ১৫-১৮ লক্ষ যাত্রীকে পরিষেবা দেয়, যা সমগ্র ভারতের যে কোনও একক রেলওয়ে স্টেশনের মধ্যে সর্বোচ্চ।
তাছাড়া, শিয়ালদহ স্টেশনটি কলকাতা মেট্রো গ্রিন লাইন প্রসারিত অংশের সঙ্গে সংযুক্ত, যা শহরের দ্রুত পরিবহণ ব্যবস্থায় নির্বিঘ্ন সংযোগ দেয়। এই ডিভিশনাল হেডকোয়ার্টারে , “অমৃত ভারত স্টেশন প্রকল্প”-এর অধীনে রেকর্ড গতিতে অনেক পরিকাঠামো উন্নয়নমূলক কাজ সম্পাদিত হচ্ছে। সদ্য সংস্কার করা শিয়ালদহ স্টেশন কমপ্লেক্সে ১২টি কোচ বিশিষ্ট ইএমইউ রেক ধারণক্ষম একাধিক প্ল্যাটফর্ম, ওয়েটিং রুম এবং ফুড কোর্ট, দোকান এবং এক্সিকিউটিভ রেস্টরুমের মতো সুযোগ সুবিধা-সহ অত্যাধুনিক আধুনিক পরিকাঠামো রয়েছে।
advertisement
সাম্প্রতিক অতীতে, শিয়ালদহ দক্ষিণ স্টেশনে একটি নতুন প্রবেশ/প্রস্থান গেট খোলা হয়েছে এবং পথচারীদের মেট্রো স্টেশনে সহজে পৌঁছানোর সুবিধার্থে একটি সাবওয়েও খোলা হয়েছে।সংক্ষেপে, শিয়ালদহ স্টেশন কলকাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবহণ কেন্দ্র, যা অসংখ্য যাত্রীর চাহিদা মেটাতে ব্যাপক সংযোগ, আধুনিক পরিকাঠামো এবং বিস্তৃত পরিসরের পরিষেবা প্রদান করে, যা শহরের অর্থনৈতিক ও সামাজিক কাঠামোতে উল্লেখযোগ্য অবদান রাখে।
advertisement
advertisement
আরও পড়ুন : রাজ্যের মুকুটে বড় পালক, মিলল কেন্দ্রের স্বীকৃতি! দেশের সেরা এবার সাঁওতালডিহি
শিয়ালদহ বিভাগের সদর দফতর হল ডিআরএম বিল্ডিং, যা শিয়ালদহ স্টেশনের ১ নং প্ল্যাটফর্মের পাশে অবস্থিত। সুন্দর শিয়ালদহ ডিআরএম বিল্ডিংটি ১৮৬৯ সালে নির্মিত হয়েছিল এবং তখন থেকে এটি ৭১৫ কিমি দীর্ঘ শিয়ালদহ বিভাগের প্রশাসনিক কেন্দ্র, যা ১০০% বিদ্যুতায়িত। বাংলা নববর্ষ উৎসবের প্রাক্কালে, শিয়ালদহ ডিআরএম বিল্ডিংটি স্থায়ীভাবে চোখ ধাঁধাঁনো আলোকসজ্জায় আলোকিত করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 07, 2025 8:55 AM IST