Viral Video: হাতে মেহেন্দি-শাঁখা-পলা, পরণে বেনাসরী, নতুন বউয়ের প্রথম পারফরমেন্স চমকে দেবে সোহাগের বরকেও

Last Updated:

Viral Video: নতুন বউয়ের প্রথম পারফরমেন্স ভেঙে দেবে সমস্ত রেকর্ড, ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#কলকাতা: বর্তমানে এখন বিয়ের মরশুম চলছে ৷ প্রতিদিনই চেনা জানা কারোর না কারোর বিয়ে চলছেই ৷ এমনই এক ভিডিও এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ বিয়ে অর্থাৎ নতুন জীবনে প্রবেশ, বেশ কয়েকটি নিয়মকানুন মেনে বিয়ে হয় ৷ নানান ধরনের আকর্ষণীয় রীতিনীতির মাধ্যমে শুভ বিবাহ সম্পন্ন হয়ে থাকে ৷ কেননা নানান ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে তুমুল আনন্দের ঢেউ বয়ে যায় ৷ বিয়ের পোশাকে কনের সোশ্যাল মিডিয়া কাঁপানো নাচ এবার দুর্বার গতিতে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় ৷
বিয়ের দিনের কেনর নাচের ভিডিও দুর্বার গতিতে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় যা এক নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ এই সময়ের অত্যন্ত একটি রঙ্গবতি রঙ্গবতি গানটির সঙ্গে জমিয়ে নেচেছেন ৷ মূলত রঙ্গবতি গানটির উৎস নিয়ে বিস্তারিত ভাবে না গিয়ে বলা যেতে পারে যে গোত্র ছবিতে এই গানটি ব্যবহার করেছেন পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়, গানটিতে অভিনয় করেছেন মানালি দে, দেবলীনা কুমার, ওম সাহানি, অনসূয়া মজুমদার, গানটি গেয়েছেন সঙ্গীত শিল্পী সুরজিত চট্টোপাধ্যায় ৷
advertisement
advertisement
গোত্র ছবির মুক্তি পাওয়ার আগে থেকে এই গানটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে প্রমোশন হয়েছিল ৷ সেই গানই এবার পছন্দ নতুন বউয়ের ৷
আরও পড়ুন:  2023 Lucky Zodiac Signs: ২০২৩-এ তিন রাশি মালামাল, কেরিয়ার-প্রেম-বিয়ে দুর্দান্ত সময় আসছে, বাবা-মায়ের আশীর্বাদে হারা বাজি জিতে মালামাল
হাতে শাঁখা-পলা, মাথায় টোপর, বেনারসীতে অপরূপে সাজে সজ্জিতা এক নতুন বউ তুলে ধরলেন তাঁর সেরা নাচ, সেই নাচের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় দুর্বার গতিতে ৷ একনজরে দেখে নেওয়া যাক নতুন বউয়ের আগুন ধরানো পারফরমেন্স ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: হাতে মেহেন্দি-শাঁখা-পলা, পরণে বেনাসরী, নতুন বউয়ের প্রথম পারফরমেন্স চমকে দেবে সোহাগের বরকেও
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement