সামনে এল গ্যাংস্টার বিকাশ দুবের বড় ছেলে, দেখা করতে গেলেন ঠাকুমার সঙ্গে, কিন্তু....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কানপুরের ডন বিকাশ গ্রেফতার না কি আত্মসমর্পণ? এ নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয়। এরই মাঝে এবার এনকাউন্টার।
#লখনউ: পুলিশের জালে ধরা পড়ার ২৪ ঘণ্টার মধ্যেই এনকাউন্টার। পুলিশের গুলিতে খতম কানপুরের ত্রাস বিকাশ। আট পুলিশকর্মী খুনে প্রধান অভিযুক্ত, ঘটনার ৮দিনের মাথায় খতম। বৃহস্পতিবার, মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দিরে পুলিশের জালে ধরা পড়ে বিকাশ।
কানপুরের ডন বিকাশ গ্রেফতার না কি আত্মসমর্পণ? এ নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয়। এরই মাঝে এবার এনকাউন্টার। শুক্রবার ময়নাতদন্তের পর বিকাশ শেষকৃত্য সম্পন্ন হয় কানপুরের ভৌরো ঘাটে ৷ উপস্থিত ছিলেন বিকাশের স্ত্রী ৷ অন্যদিকে গত গভীর রাতে ঠাকুমা সরলা দুবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিকাশের বড় ছেলে আকাশ ৷ কিন্তু সেখানে উপস্থিত পুলিশে তাদের সঙ্গে নিয়ে যায় আকাশকে ৷
advertisement
বিকাশ দুবেরা ৩ ভাই ও ৩ বোন ছিলেন ৷ বিকাশ সবচেয়ে বড় ৷ এরপর দীপু ও সব থেকে ছোট অবিনাশ ৷ ছোট ভাই অবিনাশকে খুন করে মারা হয়েছে ৷ তাদের বাবা রামকুমার বিকরু গ্রামে থাকেন এবং মা সরলা লখনউতে থাকেন ৷
advertisement
সূত্রের খবর অনুযায়ী, বিদেশে এমবিবিএস পড়ছিলেন বিকাশের ছেলে আকাশ দুবে ৷ শুক্রবার রাতে কাকার বাড়িতে ঠাকুমার সঙ্গে দেখা করার জন্য পৌঁছন আকাশ দুবে ৷ বাড়িতে ঢোকার আগেই পুলিশ সেখানে পৌঁছে তাকে নিয়ে যায় ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 11, 2020 1:34 PM IST