গুজরাতের মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকছেন বিজয় রূপানিই
Last Updated:
কষ্টার্জিত জয় পেলেও গুজরাটে পুরনো মুখের ওপরই ভরসা রাখল বিজেপি। গুজরাতের মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকছেন বিজেপি সভাপতি অমিত শাহ ঘনিষ্ঠ বিজয় রূপানিই।
#আহমেদাবাদ: কষ্টার্জিত জয় পেলেও গুজরাটে পুরনো মুখের ওপরই ভরসা রাখল বিজেপি। গুজরাতের মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকছেন বিজেপি সভাপতি অমিত শাহ ঘনিষ্ঠ বিজয় রূপানিই।
শুক্রবার গান্ধিনগরে পরিষদীয় দলের বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিসেবে রূপানির নাম ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। উপ মুখ্যমন্ত্রিত্বেও কোনও বদল হচ্ছে না। নিতিনভাই প্যাটেলই উপ মুখ্যমন্ত্রী থাকছেন। তবে নতুন মন্ত্রিসভা নিয়ে এদিন মুখ খোলেননি জেটলি।
মুখ্যমন্ত্রী হিসেবে পুনরায় রুপানির নাম ঘোষিত হতেই উৎসবে মেতে ওঠেন তাঁর অনুগামীরা। মুখ্যমন্ত্রী নির্বাচনের আগেই গুজরাত বিধানসভায় শক্তি বৃদ্ধি হল শাসকের। বিজেপিকে সমর্থন দিলেন লুনাওয়াড়ার নির্দল বিধায়ক রতনশিন রাঠোর।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 23, 2017 10:57 AM IST