বিজয় মাল্যকে হাতে পাচ্ছে ভারত, দেশে এনে জেলবন্দি করার তোড়জোড় শুরু

Last Updated:

ভারতে প্রত্যর্পণের বিরুদ্ধে লন্ডনের আদালতে আবেদন করেছিলেন মাল্য৷ কিন্তু গত ১৪ মে সেই মামলায় হার হয় তাঁর৷

#নয়াদিল্লি: সবকিছু ঠিকঠাক চললে আর কয়েক দিনের মধ্যেই বিজয় মাল্যকে হাতে পেতে চলেছে ভারত৷ একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী, ইতিমধ্যেই মাল্যের প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে৷ এই মুহূর্ত লন্ডনে জেল বন্দি অবস্থায় বিচার চলছে মাল্যর৷ ২০১৬ সালের মে মাসে ভারত ছেড়েছিলেন বন্ধ হয়ে যাওয়া কিংফিশার এয়ারলাইন্স-এর কর্ণধার মাল্য৷
মাল্যর বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ রয়েছে৷ অভিযোগ দেশের অন্তত ১৭টি ভারতীয় ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে সেই অর্থ বিদেশের চল্লিশটি সংস্থার অ্যাকাউন্টে বেআইনি ভাবে চালান করে দেন তিনি৷মদ সংস্থা ইউনাইটেড ব্রিউয়ারিজ-এর মালিক মাল্য কিংফিশার এয়ারলাইন্স-এর নামে হাজার হাজার কোটি টাকা ঋণ নেন৷ পরে বন্ধ হয়ে যায় কিংফিশার এয়ারলাইন্স৷ দেশ ছেড়ে পালিয়ে যান বিজয় মাল্য৷
advertisement
ভারতে প্রত্যর্পণের বিরুদ্ধে লন্ডনের আদালতে আবেদন করেছিলেন মাল্য৷ কিন্তু গত ১৪ মে সেই মামলায় হার হয় তাঁর৷ নিয়ম অনুযায়ী, রায় দানের ২৮ দিনের মধ্যে মাল্যকে ব্রিটেন থেকে ভারতে নিয়ে আসতে হবে৷ যেহেতু ইতিমধ্যেই ২০ দিন কেটে গিয়েছে, তাই আগামী কয়েক দিনের মধ্যেই মাল্যকে দেশে ফেরাতে হবে৷
advertisement
এপ্রিল মাসেই যুক্তরাজ্যের হাইকোর্ট মাল্যকে ভারতে প্রত্যর্পণের পক্ষে রায় দিয়েছিল৷ গত ১৪ মে আদালত জানিয়ে দেয়, এই রায়ের বিরুদ্ধে মাল্য সেদেশের সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবেন না৷
advertisement
ভারতে এখনও আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু না হলেও সরকারি স্তরে মাল্যকে দেশে ফেরানোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে৷ ইডি এবং সিবিআই সূত্রে জানানো হয়েছে, আদালতের ছাড়পত্র পেয়ে যাওয়ায় কয়েকদিনের মধ্যে মাল্যকে দেশে ফেরানোর চেষ্টা চলছে৷ ভারতে আনার পর আদালতের অনুমতি নিয়ে বিজয় মাল্যকে নিজেদের হেফাজতে নিতে চায় সিবিআই৷
বাংলা খবর/ খবর/দেশ/
বিজয় মাল্যকে হাতে পাচ্ছে ভারত, দেশে এনে জেলবন্দি করার তোড়জোড় শুরু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement