ভয়ানক! কীভাবে উড়ে আসছে লাখ লাখ পঙ্গপাল, খেয়ে যাচ্ছে ফসল, দেখুন ভিডিও
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
পাঁচ রাজ্যের কৃষকরা তাই আশঙ্কায় দিন কাটাচ্ছেন। এই বুঝি সর্বনাশ হয়ে গেল! মুহূর্তে নষ্ট হয়ে গেল সমস্ত ফসল।
#নয়াদিল্লি: করোনা ভাইরাসের আতঙ্কে সারা বিশ্ব ভুগছে। তারপর পূর্ব ভারতে তাণ্ডব চালিয়েছে আমফান। এবার পশ্চিম ভারতের একাধিক রাজ্যে ঢুকে পড়েছে পঙ্গপাল। পাঁচ রাজ্যের কৃষকরা তাই আশঙ্কায় দিন কাটাচ্ছেন। এই বুঝি সর্বনাশ হয়ে গেল! মুহূর্তে নষ্ট হয়ে গেল সমস্ত ফসল। সত্যিই কী এতটা আতঙ্কের কারণ আছে? আছে।
Locust swarms in Jaipur this morning. #MondayMorning pic.twitter.com/g5PpCQtb7k
— Rakesh Goswami (@DrRakeshGoswami) May 25, 2020
advertisement
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও দেখে অন্তত তেমনই মনে হচ্ছে। ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, কীভাবে কিলোমিটারের পর কিলোমিটার উড়ে আসছে পঙ্গপালের দল। আর মেঘের মতো ঢেকে ফেলছে এলাকা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে লিখেছেন, এমন দেখিনি জীবনে।
advertisement
Locust swarms ...#Jaipur Is it time for Kaalki Avtar now? Or should we start building our own gigantic boats. #locust #swarms pic.twitter.com/bbMVUAndzf
— Manik (@Manik0226) May 25, 2020
একেবারে শহরের মধ্যে, মানে জয়পুরের পাকা বাড়ির ছাদে, এলাকার পর এলাকা জুড়ে যেভাবে পঙ্গপালের ঝাঁক উড়ে চলে যাচ্ছে তা দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। পূর্ব আফ্রিকায় এই দলের কারণেই এমনভাবে ফসল নষ্ট হয়েছিল যে খাদ্যাভাবে পড়েছিলেন সাধারণ মানুষ। সেই দলই এসেছে ভারতে।
advertisement
Locust attack in Jaipur... That's it, 2020 is the last year for humankind...!!! pic.twitter.com/JsQxRANsA6
— Ridhi (@Not_A_Sister) May 25, 2020
স্বাভাবিক কারণে প্রশাসনের কপালে ভাঁজ পড়েছে। তবু লড়াই করার চেষ্টা চলছে। প্রশাসন জানিয়েছে, ড্রোনের সাহায্যে পঙ্গপালের ঝাঁক মোকাবিলা করা হবে। বিশেষ দল এসেছে পরিস্থিতি নজর রাখতে ও মোকাবিলা করতে। শেষ খবর পাওয়া পর্যন্ত মহারাষ্ট্রে প্রবেশ করেছে এই বিশাল পঙ্গপালের ঝাঁক।
advertisement
Locust attack in Jaipur.
God know what more is left this year pic.twitter.com/NRhEa55jJ4 — #PrayForPoorsOfWB (@iHRumii_B) May 25, 2020
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 26, 2020 4:51 PM IST