Vantara Success Story: চঞ্চু ভেঙে যাওয়ায় খেতে পারছিল না স্ত্রী হর্নবিল, বনতারার চিকিৎসা আর সেবায় এখন স্বাভাবিক জীবনে ফিরেছে পাখি
- Published by:Rachana Majumder
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Vantara Success Story: রিলায়েন্সের জামনগর রিফাইনারি কমপ্লেক্সের গ্রিন বেল্টের মধ্যে ৩০০০ একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত বনতারা। আর সবথেকে বড় কথা হল, ভারতে এই ধরনের উদ্যোগ এই প্রথম।
মুম্বই: চলতি সপ্তাহেই গুজরাতে পশু কল্যাণের এক দুর্দান্ত উদ্যোগ ‘বনতারা’-র কথা ঘোষণা করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং রিলায়েন্স ফাউন্ডেশন। রিলায়েন্স ফাউন্ডেশনের বনতারা বন্য প্রাণীদের উদ্ধার করে তাদের জীবনযাপনের দ্বিতীয় সুযোগ তৈরি করে দেয়। বনতারা প্রকল্পটির অন্যতম লক্ষ্য হল, দেশ-বিদেশের আহত, অত্যাচারিত এবং ঝুঁকির মুখে থাকা প্রাণীদের উদ্ধার, চিকিৎসা, যত্ন এবং পুনর্বাসন দেওয়া।
রিলায়েন্সের জামনগর রিফাইনারি কমপ্লেক্সের গ্রিন বেল্টের মধ্যে ৩০০০ একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত বনতারা। আর সবথেকে বড় কথা হল, ভারতে প্রথম এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হল। ওই এলাকার মধ্যেই ৬৫০ একর জায়গায় তৈরি হয়েছে একটি রেসকিউ এবং রিহ্যাবিলিটেশন কেন্দ্রও।
সাম্প্রতিক কয়েক বছরে এই কর্মসূচির মাধ্যমে নিরাপত্তাহীন পরিস্থিতি থেকে সফল ভাবে উদ্ধার করা হয়েছে ২০০টি হাতি এবং হাজার হাজার অন্যান্য পশু-পাখি আর সরীসৃপকে। এর পাশাপাশি গন্ডার, লেপার্ড, কুমিরের মতো মূল প্রজাতির পুনর্বাসনের জন্যও উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
advertisement
advertisement
এই বনতারা-য় এখন বিভিন্ন পশু-পাখি এবং সরীসৃপের চিকিৎসার সাফল্যের গল্প প্রতিধ্বনিত হচ্ছে। আর সেই কাহিনির মাঝেই স্থান করে নিয়েছে একটি স্ত্রী অ্যাবিসিনিয়ান গ্রাউন্ড হর্নবিল। তার চঞ্চুর উপরের অংশটি ভেঙে গিয়েছিল। যন্ত্রণাদায়ক সেই চোট থেকে মুক্তি দেওয়ার জন্যই তাকে উদ্ধার করেছিল বনতারা। ইন্টেনসিভ কেয়ারে রাখা হয়েছিল আহত পাখিটিকে। দিনে অন্তত তিন বার করে ফ্লুয়িড থেরাপি দেওয়ার পাশাপাশি খাইয়ে দেওয়া হচ্ছিল তাকে।
advertisement
বিশেষজ্ঞ পশু চিকিৎসকরা পরে পাখিটির ভাঙা চঞ্চুতে একটি জরুরি সার্জিক্যাল কারেকশন করেন। এর জন্য তাঁরা এক অনন্য কৌশল অবলম্বন করেছিলেন। এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল পিনিং এবং লাইট-অ্যাক্টিভেটেড অর্থোডোনিক অ্যাঢেসিভ বন্ডিং। ডিসচার্জ করার পর পাখিটিকে তার এনক্লোজারে ফিরিয়ে দেওয়া হয়েছে। আর এখন সে স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছে। আর স্বাভাবিক ভাবে খাবারও খেতে পারছে।
advertisement
বনতারা উদ্যোগটি মূলত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং রিলায়েন্স ফাউন্ডেশনের বোর্ডের ডিরেক্টর অনন্ত আম্বানির মস্তিষ্কপ্রসূত। আর তাঁর তত্ত্বাবধানেই চলছে এই বিশাল কর্মকাণ্ড। ভেনেজুয়েলান ন্যাশনাল ফাউন্ডেশন অফ জ্যু-এর মতো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে দারুণ কৃতিত্ব অর্জন করেছে বনতারা প্রোগ্রাম। এর পাশাপাশি এটি স্মিথোসোনিয়ান এবং ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ জ্যুস অ্যান্ড অ্যাকোয়ারিয়ামসের মতো নামীদামি বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত। আবার ভারতে তারা কোল্যাবোরেট করেছে ন্যাশনাল জ্যুলজিক্যাল পার্ক, অসম রাজ্য চিড়িয়াখানা, নাগাল্যান্ড জ্যুলজিক্যাল পার্ক, সর্দার প্যাটেল জ্যুলজিক্যাল পার্ক ইত্যাদির সঙ্গেও।
advertisement
প্রসঙ্গত গুজরাতের জামনগরেই আগামী ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত বসতে চলেছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের তিন দিন ব্যাপী প্রাক-বিবাহ উৎসবের আসর।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
February 29, 2024 12:26 PM IST