Vadodara: মদ নয়, গাঁজার নেশায় চুর হয়ে মহিলাকে গাড়ির চাকায় পিষে দিল যুবক! ভদোদরা কাণ্ডে দাবি পুলিশের
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এই প্রসঙ্গে ওই শহরের ডেপুটি পুলিশ কমিশনার বলেন, "আমরা মোট তিনটি রক্তের নমুনা পাঠিয়েছিলাম। গান্ধিনগরের ফরেনসিক ল্যাবরেটরি থেকে রিপোর্টে দেখা গিয়েছে তাঁরা গাঁজা সেবন করার পরেই গাড়ি চালাচ্ছিল। আমরা ইতিমধ্যেই রক্ষিত এবং তার সঙ্গীকে গ্রেফতার করেছি। তৃতীয় ব্যক্তিকে শীঘ্রই গ্রেফতার করা হবে।"
ভদোদরায়: ভদোদরায় গাড়ি দিয়ে এক মহিলাকে পিষে মারার ঘটনায় ধৃত যুবক মদ্যপ নয় বরং গাঁজার নেশায় ডুবে ছিল। আর সেই অবস্থাতেই এই কাণ্ড ঘটিয়েছে বলে দাবি পুলিশের।
এই প্রসঙ্গে ওই শহরের ডেপুটি পুলিশ কমিশনার বলেন, “আমরা মোট তিনটি রক্তের নমুনা পাঠিয়েছিলাম। গান্ধিনগরের ফরেনসিক ল্যাবরেটরি থেকে রিপোর্টে দেখা গিয়েছে তাঁরা গাঁজা সেবন করার পরেই গাড়ি চালাচ্ছিল। আমরা ইতিমধ্যেই রক্ষিত এবং তার সঙ্গীকে গ্রেফতার করেছি। তৃতীয় ব্যক্তিকে শীঘ্রই গ্রেফতার করা হবে।”
আরও পড়ুন: ‘১৫ নয়, ২৪ টুকরো করব’! স্বামীকে হুমকি, প্রেমিকের সঙ্গে পালাল ৪ সন্তানের মা
গত ১২ মার্চ ভদোদরার ব্যস্ত রাস্তায় বন্ধুর গাড়ি নিয়ে তীব্র গতিতে ছুটিয়ে একের পর এক স্কুটি-সহ পথচারীকে ধাক্কা মারে রক্ষিত। এই ঘটনায় মারা যান এক মহিলা, আহত হন আরও আট জন। এই কাণ্ড ঘটনা ঘটানোর পরেই তাঁকে ‘আরও এক রাউন্ড’ বলতে শোনা যায়। ঘটনার ভিডিও সামনে আসতেই তা ভাইরাল হয়ে যায়। এই ঘটনার পরেই ক্ষিপ্ত জনতার থেকে উদ্ধার করে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুন: পরকীয়া সম্পর্কে সফটওয়্যার ইঞ্জিনিয়ার স্ত্রী? হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে দিলেন স্বামী
এই ঘটনার পরেই সংবাদ শিরোনামে উঠে আসে রক্ষিত চৌরাসিয়া। ইতিমধ্যেই, মাদক প্রতিরোধ আইন বা এনডিপিএস অ্যাক্ট (১৯৮৫) আইনে মামলা রুজু করেছে পুলিশ। আপাতত ভদোদরা সেন্ট্রাল জেলেই আছে রক্ষিত।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 05, 2025 6:02 PM IST