Extra Marital Affair: পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার স্ত্রী? হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে দিলেন কর্মহীন স্বামী

Last Updated:

পুলিশ জানিয়েছে, আসমা খান আগে দিল্লিতে থাকতেন৷ জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী তিনি৷

নিহত আসমা খান এবং তাঁর স্বামী নুরুল্লাহ হায়দার৷
নিহত আসমা খান এবং তাঁর স্বামী নুরুল্লাহ হায়দার৷
নয়ডা: স্ত্রী় পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার৷ স্বামীও ইঞ্জিনিয়ারিং পেশাতেই ছিলেন৷ কিন্তু বর্তমানে কর্মহীন৷ স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছেন, এই সন্দেহের বশেই তাঁর মাথা হাতুড়ি দিয়ে থেঁতলে খুন করলেন স্বামী৷
এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আজ এই নৃশংস ঘটনা ঘটেছে নয়ডার সেক্টর ১৫-তে৷ ৪২ বছরের মৃত ওই মহিলার নাম আসমা খান৷ পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওই মহিলাকে খুন করার অভিযোগে তাঁর স্বামী নুরুল্লাহ হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ৷
advertisement
advertisement
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ২০০৫ সালে ওই দম্পতির বিয়ে হয়৷ তাঁদের একটি ছেলে এবং মেয়ে রয়েছে৷ দম্পতির ছেলে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র৷ তাঁদের মেয়ে অষ্টম শ্রেণির পড়ুয়া৷
পুলিশ জানিয়েছে, আসমা খান আগে দিল্লিতে থাকতেন৷ জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী তিনি৷ অন্যদিকে তাঁর স্বামী নুরুল্লাহ আদতে বিহারের বাসিন্দা৷ তিনিও ইঞ্জিনিয়ারিং পেশাতেই ছিলেন৷ কিন্তু বর্তমানে কর্মহীন ছিলেন তিনি৷
advertisement
গত বেশ কিছুদিন ধরেই নুরুল্লাহ সন্দেহ করছিলেন, তাঁর স্ত্রী হয়তো বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন৷ এই নিয়েই তাঁদের মধ্যে অশান্তি চলছিল৷ শনিবার ফের দম্পতির মধ্যে বচসা শুরু হয়৷ কথা কাটাকাটির মধ্যেই স্ত্রীর মাথায় হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করেন নুরুল্লাহ৷ তাতেই মৃত্যু হয় ওই মহিলার৷
ওই দম্পতির ছেলেই ঘটনার কথা ফোন করে পুলিশকে জানায়৷ দ্রুত ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ৷ গ্রেফতার করা হয় মৃতার স্বামীকে৷ নিহত মহিলার দেওর জানিয়েছেন, ভাইঝি আমাকে প্রথম আজ সকালে ঘটনার কথা জানায়৷ ওদের মধ্যে বেশ কিছুদিন ধরেই অশান্তি চলছিল, কিন্তু আমার ভাই যে এমন কাণ্ড ঘটাবে, আমরা ভাবতে পারিনি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Extra Marital Affair: পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার স্ত্রী? হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে দিলেন কর্মহীন স্বামী
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement