#দিল্লি: আগামী বুধবার থেকে দেশে ১২ থেকে ১৪ বছর বয়সিদের করোনার (Covid 19 Vaccine for 12-14 years) টিকাকরণ শুরু হচ্ছে৷ এ দিন এই খবরই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য৷ এর পাশাপাশি ষাটোর্ধ্বদের প্রত্যেককেই বুস্টার ডোজ দেওয়া হবে৷ এতদিন শুধুমাত্র যাঁদের কো- মর্বিডিটি রয়েছে তাঁরাই এই বুস্টার ডোজ পেতেন৷
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'বিজ্ঞানীদের সঙ্গে বিস্তারিত আলোচনার পর ১২ থেকে ১৩ এবং ১৩ থেকে ১৪ বছর বয়সিদের ১৬ মার্চ থেকে টিকাকরণ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷'
আরও পড়ুন: আক্রান্ত কমছে দেখে অবহেলা হয়, এই উপসর্গগুলি দেখা দিলে কোভিড নিয়ে সতর্ক হন
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁরা ২০০৮, ২০০৯ এবং ২০১০ সালে জন্মেছে, অর্থাৎ যাঁদের বয়স ১২ বা তাঁর বেশি, তারাই এই টিকা পাবে৷
হায়দ্রাবাদের বায়োলজিক্যাল ইভানস-এর তৈরি কোর্বেভ্যাক্স ভ্যাকসিনটি ১২ থেকে ১৪ বছর বয়সিদের দেওয়া হবে৷ যে সব পরিবারে ১২ থেকে ১৪ বয়সির এবং ষাটোর্ধ্ব সদস্য রয়েছে, তারা যাতে এই কর্মসূচিতে অংশ নেন, সোশ্যাল মিডিয়ায় সেই আবেদনও জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী৷ ইতিমধ্যেই ১৪ বছর বয়সিদের টিকাকরণ কর্মসূচি দেশজুড়ে চলছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Covid ১৯, Covid 19 Vaccine, Vaccine