এসপি-বিএসপির আসন বণ্টন চূড়ান্ত, বাবুয়া-বুয়ার পার্টনারশিপে শেষ হাসি কার ?
Last Updated:
#ভোপাল: উত্তরাখণ্ড এবং মধ্যপ্রদেশে হাতে হাত মিলিয়ে লড়বে অখিলেশ এবং মায়াবতী ৷ সোমবার যৌথভাবে আসন্ন লোকসভা নির্বাচনের আসন বন্টনের তালিকা ঘোষণা করল বসপা-সপা ৷
মধ্যপ্রদেশে ২৯টি লোকসভা আসনের মধ্যে সমাজবাদী পার্টিকে মোট ৩টে আসন দেওয়া হয়েছে ৷ বাকি ২৬টি আসনে লড়বে বহুজন সমাজবাদী পার্টি ৷ অন্যদিকে, উত্তরাখণ্ডে পাঁচটি লোকসভা আসনের মধ্যে সমাজবাদী পার্টি লড়বে ১টি আসনে ৷ আসন বণ্টন নিয়ে একটি বিষয় স্পষ্ট ৷ দু’রাজ্যেই সিংহভাগ আসনে লড়ছেন বিএসপি সুপ্রিমো মায়াবতী ৷
Bahujan Samaj Party (BSP) and Samajwadi Party (SP) to contest Lok Sabha elections in alliance in Madhya Pradesh. SP to contest on three seats and BSP to contest on rest of the seats. (file pic) pic.twitter.com/0UZXDlbGIB
— ANI (@ANI) February 25, 2019
advertisement
advertisement
কিছুদিন আগেই উত্তরপ্রদেশেও জোট বেঁধে লড়ার কথা ঘোষণা করেছিলেন মায়াবতী-অখিলেশ ৷ আসন্ন নির্বাচনে উত্তরপ্রদেশে ৩৮ আসনে লড়বেন মায়াবতী এবং ৩৭টি আসনে লড়বেন সপা সুপ্রিমো অখিলেশ যাদব ৷ একটি আসন দেওয়া হয়েছে রাষ্ট্রীয় লোক দলকে ৷
তবে, উত্তরপ্রদেশে আমেঠি এবং রায়বেরিলিতে এখনও পর্যন্ত কোনও প্রার্থীর নাম চূড়ান্ত করেনি সপা-বিএসপি ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 25, 2019 5:52 PM IST