Uttarkashi Flash Flood: মেঘ ভাঙা হড়পা বানে ভেসে গেল বাড়ি, ঘর, হোটেল!উত্তর কাশীতে ভয়ঙ্কর বিপর্যয়, মৃত ৪, নিখোঁজ বহু

Last Updated:

ইতিমধ্যেই রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ শুরু করেছে৷

উত্তর কাশীতে বিপর্যয়ের মুহূর্ত৷
উত্তর কাশীতে বিপর্যয়ের মুহূর্ত৷
ফের বড়সড় বিপর্যয় নেমে এল উত্তরাখণ্ডে৷ উত্তর কাশী জেলার ধারালি গ্রামে আচমকা হড়পা বানে অন্তত ৫০টি হোটেল সহ বহু বাড়ি ঘর ভেসে গেল৷ মেঘ ফেটে গিয়েই এই ভয়াল হড়পা বানের সৃষ্টি হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে৷ এই ঘটনায় এখনও পর্যন্ত চার জনের মৃত্যুর খবর মিলেছে৷ কিন্তু নিখোঁজ অন্তত ৫০ জন৷ ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বাড়ার আশঙ্কা রয়েছে৷
প্রকৃতির ভয়ঙ্কর সেই রোষের ছবি ধরা পড়েছে ক্যামেরায়৷ সেখানে দেখা যাচ্ছে পাহাড়ের বুক চিড়ে নেমে আসা সংকীর্ণ ক্ষীর গঙ্গা নদীর গা বেয়ে আচমকাই প্রবল কাদা মাখা জলরাশি নেমে আসছে৷ আর তাতেই খেলনার মতো ভেসে যাচ্ছে কংক্রিটের তৈরি বাড়ি, ঘর, হোটেল৷ ধ্বংসস্তূপের নীচে বহু গ্রামবাসী এখনও চাপা পড়ে রয়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে৷
advertisement
advertisement
উত্তর কাশির জেলাশাসক প্রশান্ত আর্য জানিয়েছেন, মেঘ ফেটে গিয়েই এই বিপর্যয়ের সৃষ্টি হয়েছে৷ ইতিমধ্যেই রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ শুরু করেছে৷ যদিও একটানা ভারী বৃষ্টির পাশাপাশি ক্ষীর গঙ্গা নদীর জলস্তর বিপজ্জনক ভাবে বৃদ্ধি পাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে৷
advertisement
যাঁরা তুলনামূলক ভাবে পাহাড়ের নিচু এলাকাগুলিতে ছিলেন, তাঁদের অনেকেই পাহাড়ের উপরের অংশে দ্রুত উঠে গিয়ে নিজেদের প্রাণ বাঁচান৷ স্থানীয়রা জানাচ্ছেন, এলাকার পরিস্থিতি খুবই খারাপ৷ অন্তত ৫০টি হোটেল জলের তলায় ডুবে গিয়েছে৷ ফলে প্রাণহানির সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে৷
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি৷ যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি৷
বাংলা খবর/ খবর/দেশ/
Uttarkashi Flash Flood: মেঘ ভাঙা হড়পা বানে ভেসে গেল বাড়ি, ঘর, হোটেল!উত্তর কাশীতে ভয়ঙ্কর বিপর্যয়, মৃত ৪, নিখোঁজ বহু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement