Student Chopped Off Own Leg: চিকিৎসক হওয়ার স্বপ্ন বড় বালাই! বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের কোটায় MBBS কোর্সে সুযোগ পাওয়ার জন্য নিজেই নিজের পা কেটে ফেললেন যুবক!
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Student Chopped Off Own Leg:সুরজ তাঁর বান্ধবীকে পুরো পরিকল্পনাটি জানিয়েছিলেন। ওই তরুণী পুলিশকে জানান যে ঘটনার আগে থেকেই সুরজ অন্যায়ভাবে বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়ার শংসাপত্র পাওয়ার চেষ্টা করছিলেন। যেহেতু এই শংসাপত্র পেতে পুলিশ রিপোর্ট বাধ্যতামূলক, তাই সুরজ তাঁর আক্রমণের বিষয়ে অভিযোগ দায়ের করেন।
উত্তর প্রদেশের জৌনপুরের এক ছাত্র বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের কোটায় এমবিবিএস কোর্সে ভর্তির জন্য নিজের পা কেটে ফেলেছেন বলে অভিযোগ। ২৪ বছর বয়সি সুরজ ভাস্কর তাঁর পরিবারকে জানান যে দুই অজ্ঞাত হামলাকারী তাঁর উপর আক্রমণ করেছে এবং তাঁর পা কেটে ফেলেছে। তবে, তদন্তে প্রতারণার এক চমকপ্রদ গল্প প্রকাশ পাওয়ায় বিষয়টি শীঘ্রই অন্ধকার মোড় নেয়।
সুরজের ডি-ফার্মা ডিগ্রি আছে এবং তিনি গত তিন বছর ধরে এমবিবিএসের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ১৮ জানুয়ারি রাতে, তিনি তার নির্মাণাধীন বাড়িতে একা ঘুমাচ্ছিলেন। পরের দিন সকালে, তার বাঁ পা কাটা অবস্থায় পাওয়া যায়।
এই NEET পরীক্ষার্থী দাবি করেছেন যে মধ্যরাতে দু’জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে বাড়িতে আক্রমণ করে এবং জ্ঞান হারানো পর্যন্ত তাঁকে মারধর করে। সুরজের অভিযোগ, যে ভোর ৫টায় যখন তিনি জ্ঞান ফিরে পান, তখন তিনি দেখতে পান যে তার পায়ের আঙুল কেটে ফেলা হয়েছে। চিকিৎসার জন্য তিনি জেলা হাসপাতালে যান।
advertisement
advertisement
সুরজ দাবি করেছেন যে প্রায় ১৫ দিন আগে তাঁকে দুজন লোক হুমকি দিয়েছিল। পুলিশ খুনের চেষ্টার মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। তদন্তে সুরজের বর্ণনায় অসঙ্গতি ধরা পড়ে। যখন তদন্তকারীরা তাঁর বান্ধবীর সাক্ষাৎকার নেন, তখন NEET পরীক্ষার্থীর ষড়যন্ত্র ফাঁস হয়ে যায়।
সুরজ তাঁর বান্ধবীকে পুরো পরিকল্পনাটি জানিয়েছিলেন। ওই তরুণী পুলিশকে জানান যে ঘটনার আগে থেকেই সুরজ অন্যায়ভাবে বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়ার শংসাপত্র পাওয়ার চেষ্টা করছিলেন। যেহেতু এই শংসাপত্র পেতে পুলিশ রিপোর্ট বাধ্যতামূলক, তাই সুরজ তাঁর আক্রমণের বিষয়ে অভিযোগ দায়ের করেন।
advertisement

ঘটনাস্থলের কাছে কর্মকর্তারা অ্যানেস্থেসিয়ার শিশি, সিরিঞ্জ এবং করাত মেশিনের মতো সরঞ্জাম খুঁজে পেয়েছেন। সুরজের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় যে, ২৪ বছর বয়সি সুরজ এমবিবিএস কলেজে ভর্তি হতে না পারার কারণে মানসিক চাপ ও বিষণ্ণতায় ভুগছিলেন। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া একটি ডায়েরিতে তিনি লিখেছিলেন যে, যে কোনও মূল্যে ২০২৬ সালে তিনি এমবিবিএস কোর্সে ভর্তি হবেন। অক্টোবরে, তিনি কিছু কাগজপত্র আনতে বিএইচইউতে যান।
advertisement
আরও পড়ুন : ‘স্বামী নয়, চিতায় আগুন দেবে আমার ৩ বছরের মেয়ে…’,চোখে জল আনা চিঠি লিখে রেখে নিজেকে শেষ করলেন শিক্ষিকা
পরে তদন্তে দেখা যায় যে, সুরজ একটি এমবিবিএস কলেজে ভর্তির জন্য নিজের পা কেটে ফেলেছেন৷ পুলিশের ধারণা, সুরজ তাঁর ডি-ফার্মা ডিগ্রির সময় প্রাপ্ত চিকিৎসা পদ্ধতি সম্পর্কে পূর্ব জ্ঞান ব্যবহার করে অঙ্গচ্ছেদের পরিকল্পনা করেছিলেন। তাঁরা আরও বলেন যে, সুরজ বর্তমানে হাসপাতালে স্থিতিশীল অবস্থায় আছেন এবং এই বিষয়ে আরও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 29, 2026 12:35 PM IST









