Uttar Pradesh News: বাঘকে ভয় দেখাতে ব্যবস্থা! বাঘের সঙ্গে যা হল, ভাবতে পারবেন না!
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Uttar Pradesh News: বাঘকে ভয় দেখাতে পটকা ফাটাতো গ্রামবাসীরা। দশজনকে শিকার করা হিংস্র প্রাণী হারিয়েছিল শোনার ক্ষমতা!
পিলিভিট: বাঘ ধরতে চেষ্টার ত্রুটি রাখেনি বনদফতর। বাজি ফাটানো, কাসর বাজানো তো ছিলই। সঙ্গে আরও অনেক ব্যবস্থার আয়োজন করা হয়েছিল৷ কোনও কিছুতেই লাভ হচ্ছিল না৷ অবশেষে উত্তরপ্রদেশের জঙ্গলে ধরা পড়ল বাঘ৷ আর তারপরই জানা গেল আসল কারণ৷ বাঘটি না কি কালা হয়ে গিয়েছিল৷ তাই কোনও শব্দেই কিছু হচ্ছিল না তার৷
বন দফতরের তরফ থেকে জানানো হয়েছে, পূর্ণ বয়স্ক বাঘটি গ্রামবাসীদের কাছে রীতিমতো আতঙ্কের হয়ে উঠছিল৷ জানা গিয়েছে, গত দুই মাসে এই বাঘের শিকার হয়েছেন প্রায় দশ জন৷ তবে বাঘ এতই ধূর্ত যে তাকে কিছুতেই জালে আটকানো যাচ্ছিল না৷ ডিভিশনাল ফরেস্ট অফিসার মনীশ সিং জানিয়েছেন, বাঘটি কানে একেবারেই শুনতে পাচ্ছিল না৷ এটি চোখের সামনে যা দেখত তার উপর আক্রমণ করত৷ হাজারো শব্দ, বাজি ফাটানো, বা কাসর বাজানোর আওয়ার তার কানে পৌঁচাচ্ছিলই না৷
advertisement
advertisement
তবে প্রশ্ন হল, বাঘের কানের অবস্থা এমন হল কী করে? এই ক্ষেত্রে ওই বনবিভাগের কর্তা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে বাঘ ধরতে জঙ্গলে প্রচুর শব্দের ব্যবস্থা করা হয়েছিল৷ তার সঙ্গে ছিল গাড়ির হর্ণও৷ শুধু বাঘকে ভয় পাওয়ানোই নয়, উদ্দেশ্য ছিল অন্য জন্তুগুলিকে দূরে সরিয়ে দেওয়া৷ মনীশের ধারণা, এত শব্দের জন্যই বাঘটি কানে শোনার ক্ষমতা হারিয়ে বসেছিল৷ তবে এর বাইরে এটির শরীরে আরও কোনও সমস্যা নেই৷ তাঁর কথায়, “আমরা এতদিন অনেক বাঘকে ধরেছি৷ তবে কানে শুনতে না পাওয়া বাঘ এই প্রথম আমাদের খাঁচায় ধরা পড়ল৷” কানে শুনতে না পাওয়া বাঘটির আরও বেশ কিছু মেডিক্যাল টেস্ট হবে৷ পরিস্থিতি বুঝে সেটিকে চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হবে৷
advertisement
এরই মধ্যে খবর, আরও একটি বাঘ না কি পিলভিটে এক গ্রামবাসীকে আক্রমণ করেছে৷ ঘটনায় গুরুতর আহত ওই সদস্য৷ বাঘটিকে এখনও ধরা যায়নি৷ সেটি না গ্রামেই এক জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে৷ প্রবল আতঙ্কে রয়েছে গ্রামবাসী৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 25, 2024 5:45 PM IST