Uttar Pradesh News: পেশায় তিনি পুলিশ, কাজের ফাঁকে বানরদের সঙ্গেই সময় কাটাতে পছন্দ করেন এই অফিসার!
- Published by:Sounak Chakraborty
- local18
Last Updated:
Uttar Pradesh News: পেশায় তিনি পুলিশ, তবে কাজের ফাঁকে বানরদের সঙ্গেই সময় কাটাতে পছন্দ করেন এই অফিসার! তিনি একা নয়, পুলিশ অফিসারের স্ত্রী-ও একই কাজ করেন।
আজমগড়: পুলিশ সদস্যদের সাধারণত কঠোর প্রকৃতির বলে মনে করা হয় এবং তাদের কাজের প্রকৃতি এমন যে তাদের কঠোর হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আজমগড়ের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন্দ্র লাল এই ধারণা পালটে দিয়েছেন। মানুষের পাশাপাশি পশুদের প্রতি ভালোবাসা শুধু জেলাতেই নয়, গোটা রাজ্যে বিখ্যাত করে তুলেছে তাঁকে।
কাজের ফাঁকে এই পুলিশ অফিসার বানরের সঙ্গে খেলতে ভালোবাসেন। সেই ভিডিয়োগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। শুধু তাই নয়, অফিস যাওয়ার আগেও বানরদের সঙ্গে সময় কাটান। তাদেরকে চিনাবাদাম খাওয়ান। শৈলেন্দ্রের সরকারী বাসভবনের সামনে অনেক বানর থাকে৷ সারাদিন তাঁর বাড়ির চারপাশে তারা খেলতে থাকে। কখনও তার জন্য বিরক্ত হন না এই পুলিশ সুপার৷
advertisement
advertisement
শৈলেন্দ্র লালের স্ত্রীও পশুদের প্রতি তাঁর ভালোবাসাকে সমর্থন করেন। বানরের প্রতিও তাঁরও বিশেষ ভালোবাসা রয়েছে। সম্প্রতি কিছু লোক একটি বানরকে মেরে ফেলার চেষ্টা করে৷ ঘটনায় বানরটি গুরুতর আহত হয়। শৈলেন্দ্র ও তার স্ত্রী নিজেরা দায়িত্ব নিয়ে আহত বানরটিকে উদ্ধার করেন, এরপর চিকিৎসা করে সেটিকে নিরাপদস্থানে রাখেন। নিজেদের বাড়িতে বানরদের জন্য জলের ব্যবস্থাও করেছেন পুলিশ সুপারের স্ত্রী।
advertisement
একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, শৈলন্দ্রে স্ত্রীর কোলে বসে রয়েছে একটি ছোট্ট বানর। তাঁকে নিজের হাতে খাওয়ার খাইয়ে দিচ্ছেন তিনি। আদরে বাঁদর হয়ে সেই বানরও নিজের মতো ছটফট করছে। কখনও সে শৈলন্দ্রে স্ত্রী-এর মাথায় উঠে যাচ্ছে, কখনও আবার কাঁধে। ভয়, বিরক্তি কোনওটাই হচ্ছিলেন না তিনি।
অবলা পশুদের উপর অত্যাচারের বিভিন্ন ভিডিয়ো নেট দুনিয়ায় ভাইরাল হয়৷ তবে পুলিশ কর্তা এবং তাঁর স্ত্রী যে ভাবে যত্ন করে বানরদের পালন করছে তাতে একটা বিষয় পরিষ্কার, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া কঠিন হয় না৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 23, 2024 4:15 PM IST