Moradabad: ৭ ঘণ্টা মর্গের ফ্রিজারে থাকার পর বাঁচলেন ‘মৃত’ ! উত্তর প্রদেশের মোরাদাবাদে সাংঘাতিক ঘটনা

Last Updated:

Moradabad man found alive after night in morgue freezer: জ্ঞান না ফিরলেও ওই ব্যক্তি আপাতত বিপন্মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷

Image is used for representational purpose
Image is used for representational purpose
মোরাদাবাদ: উত্তর প্রদেশের মোরাদাবাদে (Moradabad) সাংঘাতিক কাণ্ড ! জীবিত ব্যক্তিকেই ‘মৃত’ বলে ঘোষণা করে মর্গের ফ্রিজারে রেখে দেওয়া হয়েছিল ৷ প্রায় সাত ঘণ্টা ধরে এ ভাবেই রাখার পর জানা যায়, ওই ব্যক্তি জীবিত ! এমন কাণ্ডে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে (Moradabad man found alive after night in morgue freezer) ৷
মোরাদাবাদে একটি দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ দেহের ময়নাতদন্ত করার জন্য মর্গে পাঠিয়েও দেওয়া হয় ৷ সেখানে দেহ ফ্রিজারে রাখা হয় প্রায় সাত ঘণ্টা ধরে ৷ এরপর মর্গে পরিবারের লোকজনরা এলে এক সদস্য দেখতে পারেন, দেহটি নড়ছে ! সঙ্গে সঙ্গেই সবার সেদিকে দৃষ্টি আকর্ষণ করেন ওই আত্মীয় ৷ এরপরেই বোঝা যায়, কী সাংঘাতিক কাণ্ডটাই না ঘটে গিয়েছে ৷ ফ্রিজার থেকে বের করে ব্যক্তির চিকিৎসা শুরু হয় ৷ এ যাত্রায় বেঁচেও গিয়েছেন তিনি ৷ জ্ঞান না ফিরলেও ওই ব্যক্তি আপাতত বিপন্মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷
advertisement
advertisement
কিন্তু কী ভাবে এত বড় একটা ভুল হয়ে গেল চিকিৎসকদের থেকে ! তা নিয়েই উঠছে প্রশ্ন ৷ একটি প্রাইভেট হাসপাতালেই দুর্ঘটনার পর নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন ৷ তবে তার থেকেও বেশি তাজ্জবের বিষয় হল, সাত ঘণ্টা ধরে ফ্রিজারে থাকার পরেও কীভাবে বেঁচে রইলেন ওই ব্যক্তি ৷ আসলে মৃত্যু না এলে হয়তো এমনটাই হয় ৷ কারণ ওই অবস্থা থেকে জীবিত ফেরা একপ্রকার অসম্ভবই বলা যেতে পারে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Moradabad: ৭ ঘণ্টা মর্গের ফ্রিজারে থাকার পর বাঁচলেন ‘মৃত’ ! উত্তর প্রদেশের মোরাদাবাদে সাংঘাতিক ঘটনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement