সরকারি নির্দেশে উত্তরপ্রদেশের শহর-বাস-স্কুল ব্যাগ সবের রং এখন গেরুয়া !

Last Updated:

উত্তরপ্রদেশ ক্রমেই ‘গেরুয়া’ রঙে পরিণত হচ্ছে ৷

#লখনউ: উত্তরপ্রদেশে বিজেপি সরকার এসেছে বেশ কয়েকমাস হল ৷ এর মধ্যেই যোগী সরকার নানাকারণে সংবাদের শিরোণামে এসেছে ৷ এবার যা দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ ক্রমেই ‘গেরুয়া’ রঙে পরিণত হচ্ছে ৷ শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির চেয়ারে এবং গাড়িতে একটি গেরুয়া তোয়ালে দিয়ে ৷ এবার সরকারি বইপত্র, স্কুল ব্যাগ এমনকী বাসেও দেখা যাচ্ছে গেরুয়া রং !
বুধবারই মুখ্যমন্ত্রী আদিত্যনাথ ৫০টি গেরুয়া রংয়ের সরকারি বাসের উদ্বোধন করেন ৷ রাজ্যের পরিবহন দফতরের এই বাসগুলির নাম দেওয়া হয়েছে ‘সংকল্প সেবা’ ৷ রাজ্যের প্রত্যন্ত অঞ্চলেই এই বাসগুলি চালানো হবে বলে জানানো হয়েছে ৷ কানপুরের একটি ওয়ার্কশপে বাসগুলিকে গেরুয়া রং করা হয়েছে ৷
এর আগে স্কুল পড়ুয়াদের ব্যাগও বদল করা হয় রাজ্যের প্রাথমিক শিক্ষা দফতরের পক্ষ থেকে ৷ কারণ স্কুল ব্যাগগুলিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের ছবি ছিল ৷ সেকারণে প্রত্যেক ছাত্র-ছাত্রীকেই গেরুয়া রঙের নতুন স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে ৷ গত ২৯ অগাস্ট মুখ্যমন্ত্রী রাজ্যের ক্রীড়াবিদদের ‘লক্ষ্মণ’ এবং ‘রাণী লক্ষ্মী বাই’ পুরস্কার প্রদাণ করেছিলেন ৷ সেখানে প্রত্যেককেই গেরুয়া রঙের সার্টিফিকেট দেওয়া হয় !
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সরকারি নির্দেশে উত্তরপ্রদেশের শহর-বাস-স্কুল ব্যাগ সবের রং এখন গেরুয়া !
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement