সরকারি নির্দেশে উত্তরপ্রদেশের শহর-বাস-স্কুল ব্যাগ সবের রং এখন গেরুয়া !
Last Updated:
উত্তরপ্রদেশ ক্রমেই ‘গেরুয়া’ রঙে পরিণত হচ্ছে ৷
#লখনউ: উত্তরপ্রদেশে বিজেপি সরকার এসেছে বেশ কয়েকমাস হল ৷ এর মধ্যেই যোগী সরকার নানাকারণে সংবাদের শিরোণামে এসেছে ৷ এবার যা দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ ক্রমেই ‘গেরুয়া’ রঙে পরিণত হচ্ছে ৷ শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির চেয়ারে এবং গাড়িতে একটি গেরুয়া তোয়ালে দিয়ে ৷ এবার সরকারি বইপত্র, স্কুল ব্যাগ এমনকী বাসেও দেখা যাচ্ছে গেরুয়া রং !
বুধবারই মুখ্যমন্ত্রী আদিত্যনাথ ৫০টি গেরুয়া রংয়ের সরকারি বাসের উদ্বোধন করেন ৷ রাজ্যের পরিবহন দফতরের এই বাসগুলির নাম দেওয়া হয়েছে ‘সংকল্প সেবা’ ৷ রাজ্যের প্রত্যন্ত অঞ্চলেই এই বাসগুলি চালানো হবে বলে জানানো হয়েছে ৷ কানপুরের একটি ওয়ার্কশপে বাসগুলিকে গেরুয়া রং করা হয়েছে ৷
এর আগে স্কুল পড়ুয়াদের ব্যাগও বদল করা হয় রাজ্যের প্রাথমিক শিক্ষা দফতরের পক্ষ থেকে ৷ কারণ স্কুল ব্যাগগুলিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের ছবি ছিল ৷ সেকারণে প্রত্যেক ছাত্র-ছাত্রীকেই গেরুয়া রঙের নতুন স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে ৷ গত ২৯ অগাস্ট মুখ্যমন্ত্রী রাজ্যের ক্রীড়াবিদদের ‘লক্ষ্মণ’ এবং ‘রাণী লক্ষ্মী বাই’ পুরস্কার প্রদাণ করেছিলেন ৷ সেখানে প্রত্যেককেই গেরুয়া রঙের সার্টিফিকেট দেওয়া হয় !
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 12, 2017 8:38 PM IST