ফাঁস বিজেপির ছদ্ম দলিত প্রেম, দলিতের বাড়িতে বসে বাইরে থেকে খাবার আনিয়ে খেলেন ২ BJP মন্ত্রী
Last Updated:
ফাঁস বিজেপির ছদ্ম দলিত প্রেম, দলিতের বাড়িতে বসে বাইরে থেকে খাবার আনিয়ে খেলেন ২ BJP মন্ত্রী
#আলিগড়: ফাঁস হয়ে গেল উত্তরপ্রদেশে বিজেপির ছদ্ম দলিত প্রেম। রাজ্যের দুই মন্ত্রীর আত্মঘাতী কর্মকাণ্ডে মুখ পুড়ল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। আলিগড়ে গৃহকর্তাকে না জানিয়ে বাইরে থেকে রান্না করা খাবার খেয়ে দলিত-দরদ দেখালেন উত্তরপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী সুরেশ রাণা। আবার ঝাঁসিতে দলিতের বাড়িতে ভোজ করে নিজেকে রামচন্দ্রের সঙ্গে তুলনা করলেন আর এক মন্ত্রী রাজেন্দ্র প্রতাপ।
তন্দুরি রুটি, মটর পনির, ছোলা-চাওয়ল আর শেষ পাতে গরম গুলাব জামুন ! ভাবা যায় ! এটাই ছিল আলিগড়ের দলিত নাগরিক রজনীশ কুমার সিংয়ের বাড়ির রাতের খাবার। গত সোমবার তাঁর বাড়িতে ভোজন করে দলিত প্রেমের ঢাক বাজাতে চেয়েছিলেন উত্তরপ্রদেশের মন্ত্রী সুরেশ রাণা। কিন্তু মন্ত্রীর এই সাজানো প্রেম ফাঁস করেছেন গৃহকর্তাই।
আরও পড়ুন
advertisement
advertisement
রজনীশকুমারের অভিযোগ, ওই দিন রাত এগারোটার কিছু পরে দলবল নিয়েই বাড়িতে এসেছিলেন সুরেশ রাণা। তাঁকে কার্যত এক কোণে বসে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। খানিকক্ষণের মধ্যেই ঘরের চালচিত্র বদলে পরিবেশন করা হয় প্রায় এগারো রকমের পদ। হালুইকরদের দিয়ে যা রান্না হয় তাঁর বাড়ির বাইরে।
advertisement
এখানেই শেষ নয়। সুরেশের দোসর এবার উত্তরপ্রদেশের কৃষিমন্ত্রী রাজেন্দ্র প্রতাপ। দলিত পরিবারে ভরপেট খাওয়া সেরে নিজেকে রাম বলে মনে হয়েছে মন্ত্রীমশাইয়ের।
দলিত প্রেমকে হাতিয়ার করে উত্তরপ্রদেশ থেকে ২০১৯ লোকসভা ভোটের প্রচার শুরুর পরিকল্পনা করেছিল গেরুয়া শিবির। সেইমতো ছক সাজিয়ে দলিত গ্রামে রাত কাটিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিন্তু তাঁর মন্ত্রিসভার দুই মন্ত্রীর সাজানো দলিত-প্রেমের জেরে এখনও মুখ দেখানো দায় মুখ্যমন্ত্রীর।
advertisement
Lohagadh(Aligarh): Rajnish Kumar, Dalit man at whose house UP Minister Suresh Rana had dinner yesterday says, 'I didn't even know they are coming for dinner,they came suddenly.All food.water and cutlery they had arranged from outside' pic.twitter.com/TIXMVtV825
— ANI UP (@ANINewsUP) May 2, 2018
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 02, 2018 3:42 PM IST