ভোটে জিততে অর্থের ব্যবহার গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক: সিপিআই

Last Updated:

‘ধনবল’-এর জেরেই সিপিএমের শক্ত ঘাঁটিতে আজ গেরুয়া পতাকা উড়ছে ৷

#আগরতলা: ২৫ বছর পর অবশেষে পালাবদল উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরায় ৷ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ত্রিপুরায় ক্ষমতা দখলের পথে বিজেপি। ২৫ বছরের ক্ষমতার রাশ আলগা হল সিপিএম-এর। ৬০ আসনের বিধানসভায় ভোট হয়েছিল ৫৯টি আসনে। সেখানে দুই–তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়াটা গেরুয়া শিবিরের জন্য যথেষ্ট কৃতিত্বের।
ত্রিপুরায় কার্যত জয়ের ফলে উত্তর পূর্বের সাতটি রাজ্যের মধ্যে চারটি রাজ্যেই ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি। অসম, অরুণাচল প্রদেশ এবং মণিপুরে আগেই ক্ষমতা দখল করেছে তারা। বিজেপির দাবি, উত্তর পূর্বের উন্নয়ন কর্মসূচিকে অগ্রাধিকার দিয়েছে মোদি সরকার। তার জেরেই এই ফল।
শনিবার গণনা শুরুর পর থেকে বাম এবং বিজেপি জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললেও বেলা বাড়তেই পিছিয়ে পড়ে বামেরা। ত্রিপুরাবাসী যে বদলের পথেই হেঁটেছেন সেটা স্পষ্ট হয়ে যায় ৷ কিন্তু এসবের মধ্যেও প্রশ্ন উঠছে নির্বাচনে বিজেপি এবার যে হারে অর্থ ঢেলেছে, তা এককথায় অবিশ্বাস্য ৷ আর সেই ‘ধনবল’-এর জেরেই সিপিএমের শক্ত ঘাঁটিতে আজ গেরুয়া পতাকা উড়ছে ৷ পশ্চিমবঙ্গের পর ত্রিপুরাতেও নিজেদের জমি হারিয়ে স্বভাবতই এখন বেকায়দায় বামেরা ৷ দেশের রাজনীতির মানচিত্রেই ক্রমে বিলীন হয়ে যাচ্ছে কমিউনিস্ট পার্টি ৷ তবে নির্বাচনে এভাবে বিজেপি-র কাড়ি কাড়ি অর্থ ঢালার স্ট্র্যাটেজি একেবারেই মেনে নিতে পারছেন না তাঁরা ৷ সিপিআই নেতা অতুল অঞ্জন জানান, ‘‘ যেভাবে বিজেপি জিতেছে তা গণতন্ত্রের জন্য মোটেই ভাল লক্ষণ নয় ৷ বরং তা অশনি সঙ্কেতই বটে ৷ কর্পোরেট ধনীদের অর্থ যেভাবে নির্বাচনে ব্যবহার করা হচ্ছে তা ভারতীয় গণতন্ত্রের জন্য অত্যন্ত খারাপ ৷ ’’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভোটে জিততে অর্থের ব্যবহার গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক: সিপিআই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement