Usha Uthup On RG Kar Hearing:'আপনার শুনানির দিকে তাকিয়ে দেশ! এখানে কী করছেন?' চন্দ্রচূড়কে অনুষ্ঠানে দেখে চমকালেন ঊষা
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Usha Uthup On RG Kar Hearing: ঊষা এবং চন্দ্রচূড়কে একসঙ্গে একটি গান গাইতে দেখা গিয়েছে সোমবার সন্ধ্যার অনুষ্ঠানে। এরই মধ্যে ঊষা তুললেন আরজি কর মামলার প্রসঙ্গ।
নয়া দিল্লি: সিএনএন নিউজ 18-এর নারী শক্তি কনক্লেভে এসে প্রবীণ গায়িকা ঊষা উত্থুপের সঙ্গে মোলাকাত হল ভারতের প্রধান বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়ের। আড্ডা দিচ্ছিলেন বিনোদন ও রাজনীতির জগতের দুই তারকা। নিউজ 18-এর প্রকাশিত একটি ভিডিওতে, ঊষা এবং চন্দ্রচূড়কে একসঙ্গে একটি গান গাইতে দেখা গিয়েছে সোমবার সন্ধ্যার অনুষ্ঠানে। এরই মধ্যে ঊষা তুললেন আরজি কর মামলার প্রসঙ্গ।
মানি কন্ট্রোল সাংবাদিক চন্দ্র আর. শ্রীকান্ত এক্স-এ লিখেছেন, “গত সন্ধ্যায় সিজেআই চন্দ্রচূড়কে অনুষ্ঠানে দেখে ঊষা বললেন, ‘আপনি একটি অনুষ্ঠানে কী করছেন? আপনি আদালতে নেই কেন? কলকাতার মামলায় আপনার সিদ্ধান্ত কবে ঘোষণা করছেন? গোটা দুনিয়া অপেক্ষায়!'”
Usha Uthup doesn’t pull punches. The moment she met CJI Chandrachud last evening she said, “What are you doing at an event? Why aren’t you in court? When are you announcing your decision on the Kolkata case? The entire world is watching”
CJI was a real sport pic.twitter.com/4MCG6l9K6g— Chandra R. Srikanth (@chandrarsrikant) September 17, 2024
advertisement
advertisement
গত ৯ অগাস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল দেশ। বিচারের দাবিতে লাগাতার কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ভারতের প্রধান বিচারপতি (সিজেআই) চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ মামলার তদারকি করছে। চন্দ্রচূড়ই তদন্ত শেষে ন্যায়বিচার প্রদান করবেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি হয়। জুনিয়র ডাক্তারদের আবেগপ্রবণতার উল্লেখ করে রাজ্যকে তাঁদের রক্ষা করার পরামর্শ দেন প্রধান বিচারপতি।
advertisement
আরজি কর কাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে রাজ্য পুলিশের বিরুদ্ধে। সিবিআই তদন্তের ভার নেওয়ার পর টালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিজিৎ মন্ডলকে ১৪ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়েছে। তার আগে গ্রেফতার হয়েছেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, এবং অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রাই। এই পরিস্থিতিতে দেশের সকলেরই চোখ নির্যাতিতার বিচারে। ঊষাও সে কথাই মনে করিয়ে দেন প্রধান বিচারপতিকে।
advertisement
ঊষা সেই অনুষ্ঠানে যদিও একমাত্র বলিউড ব্যক্তিত্ব ছিলেন না। কিরণ খের, সিকান্দার খের, ভূমি পেডনেকার, রসিকা দুগাল এবং শেফালি শাহও আলো করেছিলেন আসর।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 17, 2024 5:05 PM IST