Oxygen: করোনার সঙ্গে লড়তে ভারতকে ১০০ মিলিয়ন ডলারের অক্সিজেন পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
করোনা (Corona) ভয়াবহ রূপ নিয়েছে ভারতে (India)। এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র (US) সহ অন্যান্য দেশ সাহায্যর হাত বাড়িয়েছে।
#নয়াদিল্লি: করোনা (Corona) ভয়াবহ রূপ নিয়েছে ভারতে (India)। এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র (US) সহ অন্যান্য দেশ সাহায্যর হাত বাড়িয়েছে। ১০০ মিলিয়ন ডলারের অক্সিজেন (Oxygen) ভারতে পাঠাচ্ছে আমেরিকা। করোনা যুদ্ধে ভারতের পাশে দাঁড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে বাইডেন সরকার। বুধবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই কথা জানিয়েছে হোয়াইট হাউজ।
আজ বৃহস্পতিবার থেকেই ভারতে অক্সিজেন পাঠানো শুরু করবে আমেরিকা। এক সপ্তাহ ধরে সরবরাহ চলবে। ১০০০ অক্সিজেন সিলিন্ডার, ১৫ মিলিয়ন এ৯৫ মাস্ক, ১ মিলিয়ন র্যাপিড টেস্ট কিট পাঠাবে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়াও ভ্যাকসিন তৈরির কাঁচামাল পাঠানোরও সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা।
Thanks to @US_TRANSCOM, @AirMobilityCmd, @Travis60AMW & @DLAmil for hustling to prepare critical @USAID medical supplies for shipping. As I've said, we’re committed to use every resource at our disposal, within our authority, to support India’s frontline healthcare workers. pic.twitter.com/JLvuuIgV46
— Secretary of Defense Lloyd J. Austin III (@SecDef) April 29, 2021
advertisement
advertisement
জানা যাচ্ছে ভারতকে AstraZeneca পাঠাবে আমেরিকা, যার থেকে কোভিজ ১৯ ভ্যাকসিনের ২০ মিলিয়ন ডোজ তৈরি করা যাবে। আমেরিকা তার বিজ্ঞপ্তিতে বলেছে, মহামারীতে আমাদের হাসপাতালের উপরেও ধকল গিয়েছে তখন ভারত সহযোগিতা করেছে। আর এখন দরকারের সময়ে আমেরিকাও ভারতরে সাহায্য করতে বদ্ধপরিকর।
প্রসঙ্গত, দেশের দৈনিক সংক্রমণের সংখ্যা ফের একবার ৩ লক্ষ ছাড়াল৷ এই নিয়ে পরপর ৮ দিন৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭ জন। দেশে দৈনিক করোনা আক্রান্তে নয়া রেকর্ড। এই বৃদ্ধির জেরে করোনায় আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ৮৩ লক্ষ ৭৬ হাজার ৫২৪ জন। পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার ধারণ করেছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 29, 2021 10:15 AM IST