Oxygen: করোনার সঙ্গে লড়তে ভারতকে ১০০ মিলিয়ন ডলারের অক্সিজেন পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র

Last Updated:

করোনা (Corona) ভয়াবহ রূপ নিয়েছে ভারতে (India)। এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র (US) সহ অন্যান্য দেশ সাহায্যর হাত বাড়িয়েছে।

#নয়াদিল্লি: করোনা (Corona) ভয়াবহ রূপ নিয়েছে ভারতে (India)। এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র (US) সহ অন্যান্য দেশ সাহায্যর হাত বাড়িয়েছে। ১০০ মিলিয়ন ডলারের অক্সিজেন (Oxygen) ভারতে পাঠাচ্ছে আমেরিকা। করোনা যুদ্ধে ভারতের পাশে দাঁড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে বাইডেন সরকার। বুধবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই কথা জানিয়েছে হোয়াইট হাউজ।
আজ বৃহস্পতিবার থেকেই ভারতে অক্সিজেন পাঠানো শুরু করবে আমেরিকা। এক সপ্তাহ ধরে সরবরাহ চলবে। ১০০০ অক্সিজেন সিলিন্ডার, ১৫ মিলিয়ন এ৯৫ মাস্ক, ১ মিলিয়ন র‍্যাপিড টেস্ট কিট পাঠাবে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়াও ভ্যাকসিন তৈরির কাঁচামাল পাঠানোরও সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা।
advertisement
advertisement
জানা যাচ্ছে ভারতকে AstraZeneca পাঠাবে আমেরিকা, যার থেকে কোভিজ ১৯ ভ্যাকসিনের ২০ মিলিয়ন ডোজ তৈরি করা যাবে। আমেরিকা তার বিজ্ঞপ্তিতে বলেছে, মহামারীতে আমাদের হাসপাতালের উপরেও ধকল গিয়েছে তখন ভারত সহযোগিতা করেছে। আর এখন দরকারের সময়ে আমেরিকাও ভারতরে সাহায্য করতে বদ্ধপরিকর।
প্রসঙ্গত, দেশের দৈনিক সংক্রমণের সংখ্যা ফের একবার ৩ লক্ষ ছাড়াল৷ এই নিয়ে পরপর ৮ দিন৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭ জন। দেশে দৈনিক করোনা আক্রান্তে নয়া রেকর্ড। এই বৃদ্ধির জেরে করোনায় আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ৮৩ লক্ষ ৭৬ হাজার ৫২৪ জন। পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার ধারণ করেছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Oxygen: করোনার সঙ্গে লড়তে ভারতকে ১০০ মিলিয়ন ডলারের অক্সিজেন পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement