Trump India Tour| বড় বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী, মোদির সঙ্গে বৈঠকের পর বললেন ট্রাম্প
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
বেশ কিছু ক্ষণ এ দিন মোদি ও ট্রাম্পের বৈঠক হয়৷ ৩০০ কোটি মার্কিন ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়৷ এছাড়াও তিনটি মউ চুক্তি স্বাক্ষরিত হয়৷
#নয়াদিল্লি: বড় ধরনের কোনও বাণিজ্য চুক্তিতে সই না-হলেও, ভারত-মার্কিন বড় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে৷ এবং সেই আলোচনায় খুব শীঘ্রই ফল মিলবে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ মঙ্গলবার দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করেন ট্রাম্প৷
বেশ কিছু ক্ষণ এ দিন মোদি ও ট্রাম্পের বৈঠক হয়৷ ৩০০ কোটি মার্কিন ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়৷ এছাড়াও তিনটি মউ চুক্তি স্বাক্ষরিত হয়৷ মানসিক স্বাস্থ্য, চিকিত্সা সরঞ্জাম, ইন্ডিয়ান অয়েল ও এক্সনের মধ্যে লেটার অফ কো-অপারেশন-সহ তিনটি মউ স্বাক্ষর হয়৷
#WATCH live from Delhi: US President Donald Trump and Prime Minister Narendra Modi issue a joint press statement. https://t.co/bbX6ILzItV
— ANI (@ANI) February 25, 2020
advertisement
advertisement
প্রধানমন্ত্রী মোদি বলেন, 'ভারত-মার্কিন সম্পর্কের প্রতিটি দিক নিয়ে আলোচনা হয়েছে৷ প্রতিরক্ষা, নিরাপত্তা, সন্ত্রাস দমন-সহ একাধিক আলোচনা হয়েছে৷ ৮ মাসে ট্রাম্পের সঙ্গে ৫ বার দেখা হল৷ বড় বাণিজ্য চুক্তি নিয়ে আমাদের আলোচনা হচ্ছে৷'
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'ভারতের আতিথেয়তায় আমি ও মেলানিয়া অভিভূত৷ ভারতের মানুষের ব্যবহারে আমরা সম্মানিত৷ ভারতের মাটিতে পা-রাখার সঙ্গে সঙ্গেই উষ্ণ অভ্যর্থনা আমরা চিরকাল মনে রাখবো৷'
advertisement
তিনি জানান, দু দেশের মধ্যে ৩০০ কোটি মার্কিন ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়েছে৷ ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাপাচে, MH-60 রোমিও হেলিকপ্টার-সহ অত্যাধুনিক যুদ্ধের সরঞ্জাম দেবে৷ এছাড়াও শক্তি, টেলিকম-সহ একাধিক সেক্টরে ভারত-মার্কিন একসঙ্গে কাজ করার বিষয়েও জনান ট্রাম্প৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 25, 2020 3:18 PM IST