Trump India Tour| বড় বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী, মোদির সঙ্গে বৈঠকের পর বললেন ট্রাম্প

Last Updated:

বেশ কিছু ক্ষণ এ দিন মোদি ও ট্রাম্পের বৈঠক হয়৷ ৩০০ কোটি মার্কিন ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়৷ এছাড়াও তিনটি মউ চুক্তি স্বাক্ষরিত হয়৷

#নয়াদিল্লি: বড় ধরনের কোনও বাণিজ্য চুক্তিতে সই না-হলেও, ভারত-মার্কিন বড় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে৷ এবং সেই আলোচনায় খুব শীঘ্রই ফল মিলবে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ মঙ্গলবার দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করেন ট্রাম্প৷
বেশ কিছু ক্ষণ এ দিন মোদি ও ট্রাম্পের বৈঠক হয়৷ ৩০০ কোটি মার্কিন ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়৷ এছাড়াও তিনটি মউ চুক্তি স্বাক্ষরিত হয়৷ মানসিক স্বাস্থ্য, চিকিত্‍সা সরঞ্জাম, ইন্ডিয়ান অয়েল ও এক্সনের মধ্যে লেটার অফ কো-অপারেশন-সহ তিনটি মউ স্বাক্ষর হয়৷
advertisement
advertisement
প্রধানমন্ত্রী মোদি বলেন, 'ভারত-মার্কিন সম্পর্কের প্রতিটি দিক নিয়ে আলোচনা হয়েছে৷ প্রতিরক্ষা, নিরাপত্তা, সন্ত্রাস দমন-সহ একাধিক আলোচনা হয়েছে৷ ৮ মাসে ট্রাম্পের সঙ্গে ৫ বার দেখা হল৷ বড় বাণিজ্য চুক্তি নিয়ে আমাদের আলোচনা হচ্ছে৷'
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'ভারতের আতিথেয়তায় আমি ও মেলানিয়া অভিভূত৷ ভারতের মানুষের ব্যবহারে আমরা সম্মানিত৷ ভারতের মাটিতে পা-রাখার সঙ্গে সঙ্গেই উষ্ণ অভ্যর্থনা আমরা চিরকাল মনে রাখবো৷'
advertisement
তিনি জানান, দু দেশের মধ্যে ৩০০ কোটি মার্কিন ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়েছে৷ ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাপাচে, MH-60 রোমিও হেলিকপ্টার-সহ অত্যাধুনিক যুদ্ধের সরঞ্জাম দেবে৷ এছাড়াও শক্তি, টেলিকম-সহ একাধিক সেক্টরে ভারত-মার্কিন একসঙ্গে কাজ করার বিষয়েও জনান ট্রাম্প৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
Trump India Tour| বড় বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী, মোদির সঙ্গে বৈঠকের পর বললেন ট্রাম্প
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement