'উর্বশী ডাকছে', দর্শকদের টিটকিরি শুনেই চটলেন ঋষভ পন্থ! দিলেন কড়া জবাব

Last Updated:

Rishabh Pant: বাউন্ডারি লাইনের সামনে দিয়ে যাচ্ছিলেন ঋষভ। তখনই তাঁকে টিটকিরি দেন এক দর্শক।

#সিডনি: ক্রিকেট ভারতে বলিউডের মতোই জনপ্রিয়। ক্রিকেট ও বলিউড- এই দুই ক্ষেত্রের সেলিব্রিটিদের নামও বহুবার একে অপরের সঙ্গে জড়িয়ে পড়েছে। বলিউড অভিনেত্রীদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অনেক ভারতীয় ক্রিকেটার।
ভারতীয় দলের ক্রিকেটার ঋষভ পন্থেরও নাম জড়িয়েছিল বলিউড সুন্দরী উর্বশী রউতেলার সঙ্গে। বেশ কিছুদিন ধরেই ঋষভ পন্থকে একের পর এক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে উর্বশী রউতেলাকে নিয়ে। সম্প্রতি এই বিষয়ে ঋষভ পন্থের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন- Ind vs Eng: ইংল্যান্ড ম্যাচে কোনও চান্স নিতে চান না, প্লেয়িং ইলেভেনে হতে পারে বড় বদল
ঋষভ পন্থ বর্তমানে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন। গত ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন তিনি। তবে আহামরি পারফর্ম করতে পারেননি। এবার মাঠে অনুশীলনের সময় পন্থকে তাঁর প্রাক্তন বান্ধবীকে নিয়ে টিটকিরি শুনতে হল। উর্বশী ডাকছে- এই কথা বলে পন্থকে টিটকিরি দেন এক দর্শক। পন্থও তাঁকে জবাব দিয়েছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
advertisement
advertisement
পন্থ যখন বাউন্ডারি লাইনের সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন একজন দর্শক তাঁকে টিটকিরি দেন। সঙ্গে সঙ্গে পন্থ জবাব দেন, 'তা হলে তুমি চলে যাও'। বোঝাই যাচ্ছে, উর্বশীর নাম শুনলেই রেগে যাচ্ছেন পন্থ।
advertisement
টিম ইন্ডিয়াকে টি-২০ বিশ্বকাপে সমর্থনের জন্য অস্ট্রেলিয়া গিয়েছিলেন উর্বশী। সেই সময় অনেকে ভেবেছিলেন, তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে পন্থকে দেখতে গিয়েছিলেন। তবে কিছুদিন আগে তিনি অস্ট্রেলিয়া থেকে ফিরেছেন বলেও জানা যায়।
আরও পড়ুন- ল্যাপ শট রপ্ত করতে রক্তাক্ত হয়েছি বহুবার! রহস্য ফাঁস করলেন সূর্য কুমার
বেশ কিছুদিন আগেই ঋষভ পন্থ এবং উর্বশী রাউতেলার মধ্যে ঝামেলা হয়েছিল। উর্বশী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বলেছিলেন, ছোটু ভাইয়ার ব্যাট বল খেলা উচিত। পন্থ জবাব দিয়ে বলেন, "বোন, আমার পিছু ছেড়ে দাও।" শুধু তাই নয়, হঠাৎ করেই ক্যামেরার সামনে এসে ক্ষমাও চান উর্বশী রউতেলা।
বাংলা খবর/ খবর/দেশ/
'উর্বশী ডাকছে', দর্শকদের টিটকিরি শুনেই চটলেন ঋষভ পন্থ! দিলেন কড়া জবাব
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement