উরি-হামলায় পাক যোগের আরও তথ্য পেশ

Last Updated:

ভারত সিন্ধু-চুক্তি নিয়ে নাড়াচাড়া করতেই আতঙ্কে পাকিস্তান। দিল্লি একতরফা চুক্তি বাতিল করলে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হবে।

#নয়াদিল্লি: ভারত সিন্ধু-চুক্তি নিয়ে নাড়াচাড়া করতেই আতঙ্কে পাকিস্তান। দিল্লি একতরফা চুক্তি বাতিল করলে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হবে। মঙ্গলবার এমনই হুমকি দিলেন পাক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরতাজ আজিজ। চুক্তি ভাঙলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকিও দিয়েছে ইসলামাবাদ। এদিন উরি হামলায় পাক যোগের আরও তথ্য ভারতে নিযুক্ত পাক হাইকমিশনারের হাতে তুলে দেন বিদেশসচিব।
২৪ ঘণ্টা আগেই জল আর রক্ত আলাদা করার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই হুমকির জেরে আতঙ্কে কাঁপছে গোটা পাকিস্তান। সিন্ধু জলবণ্টন চুক্তি বাতিলের আশঙ্কায় ইসলামাবাদ। পালটা কৌশল হিসেবে অবশ্য হুমকির পথই বেছে নিয়েছে প্রতিবেশী রাষ্ট্র। শুক্রবার পাক প্রধানমন্ত্রীর বিদেশনীতি সংক্রান্ত উপদেষ্টা সরতাজ আজিজ হুমকি দেন, ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী দিল্লি একতরফা সিন্ধু-চুক্তি বাতিল করতে পারে না। চুক্তি বাতিল হলে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হবে। আন্তর্জাতিক আদালতেও যেতে পারে পাকিস্তান ৷’
advertisement
এদিন উরি হামলায় পাক যোগের আরও তথ্য সামনে আনে নয়াদিল্লি। পাক হাইকমিশনার আব্দুল বসিতকে তলব করে সেই তথ্য তুলে দেন বিদেশ সচিব এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, উরি-হামলায় জড়িত এক জঙ্গিকে চিহ্নিত করা গিয়েছে। হাফিজ আহমেদ নামে ওই জঙ্গির বাড়ি পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফ্ফরাবাদে। এই তথ্যও পাক হাইকমিশনারের হাতে তুলে দিয়েছেন বিদেশসচিব।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
উরি-হামলায় পাক যোগের আরও তথ্য পেশ
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement