আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রাথমিক সাফল্য, ভারতের পাশে রাশিয়া

Last Updated:

বছরের শুরুতে পাঠানকোট, রবিবার উরি হামলা ৷ মাঝের সময় বার বার নিয়ন্ত্রণ রেখা উলঙ্ঘন করে পাক সন্ত্রাস ৷ উরি হামলার পাল্টা জবাব হিসেবে বিজেপির শীর্ষ নেতা রাম মাধবের মতোই ভারতীয় জওয়ানরা সহ দেশের সাধারণ মানুষ দাঁতের বদলে চোয়াল উপড়ে আনার নীতির স্বপক্ষে নিজেদের সমর্থন জানিয়েছিলেন ৷

#নয়াদিল্লি: বছরের শুরুতে পাঠানকোট, রবিবার উরি হামলা ৷ মাঝের সময় বার বার নিয়ন্ত্রণ রেখা উলঙ্ঘন করে পাক সন্ত্রাস ৷ উরি হামলার পাল্টা জবাব হিসেবে বিজেপির শীর্ষ নেতা রাম মাধবের মতোই ভারতীয় জওয়ানরা সহ দেশের সাধারণ মানুষ দাঁতের বদলে চোয়াল উপড়ে আনার নীতির স্বপক্ষে নিজেদের সমর্থন জানিয়েছিলেন ৷ কিন্তু সোমবার দিনভর উচ্চপর্যায়ের বৈঠকের পর কূটনৈতিকভাবে আন্তর্জাতিক মঞ্চে ‘একঘরে’ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র ৷ এখনই নিয়ন্ত্রণরেখা পেরিয়ে সরাসরি অভিযানের পথে যেতে চায় না ভারত ৷
পাকিস্তানকে কূটনৈতিকভাবে আন্তর্জাতিক মঞ্চে ‘একঘরে’ করার সিদ্ধান্ত ঘোষণার পরই বড়সড় সাফল্য পেল নয়াদিল্লি ৷ উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে যৌথ সামরিক মহড়ার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে রাশিয়া ৷ আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত রাটুট ও চেরাটে পাক সেনার সঙ্গে রাশিয়ার যৌথ মহড়া ‘Druzhba-2016’ হওয়ার কথা ছিল ৷ উরি হামলার পরিপ্রেক্ষিতে এই যৌথ মহড়া রদ করল রাশিয়া ৷
advertisement
পাকিস্তানের তরফে দেওয়া যৌথ মহড়ার প্রস্তাবে রাশিয়া সায় জানাতেই ভারতের বিদেশমন্ত্রকের তরফ থেকে চিঠি পাঠিয়ে বলা হয়, উরি হামলায় পাক যোগ স্পষ্ট ৷ এমতাবস্থায় যৌথ মহড়ার প্রস্তাব গ্রহণের সময় মস্কোর ভারতের স্পর্শকাতরতার কথাও মাথায় রাখা উচিত ৷ এরপরই প্রত্যাহার করা হয় যৌথ সামরিক মহড়ার সিদ্ধান্ত ৷
advertisement
একইসঙ্গে মস্কো উরি হামলায় দুঃখপ্রকাশ করে নিহতদের সমবেদনা জানিয়েছে এবং একইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করে ভারতের প্রতি নিজেদের নৈতিক সমর্থন দেখিয়েছে ৷
advertisement
সোমবার দিনভর উরি সন্ত্রাসের জবাব খুঁজতে রাজধানীতে চলে উচ্চপর্যায়ের বৈঠক ৷ এদিন সকাল থেকে প্রথমে নর্থ ব্লকে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও আইবি প্রধান ৷ এর পর নর্থ ব্লকের বৈঠক শেষের পর কাশ্মীরের বর্তমান পরিস্থিতি ও উরি হামলার রিপোর্ট নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে যান রাজনাথ সিং ৷ সেখানে নরেন্দ্র মোদির সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর, অর্থমন্ত্রী অরুণ জেটলি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও সেনাপ্রধান দলবীর সিং সুহাগ ৷
advertisement
দীর্ঘক্ষণ প্রধানমন্ত্রীর বাসভবনে আলোচনা চলে ৷ এই বৈঠক শেষে সমস্ত রিপোর্ট নিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রীর বৈঠক শেষে নির্দেশ দেন, আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে কূটনৈতিক চালে ‘একঘরে’ করতে সমস্ত শক্তি প্রয়োগ করতে হবে ৷
রবিবার জম্মু কাশ্মীরের উরি সেক্টরের সেনা ছাউনিতে ভয়াবহ হামলা চালায় জঙ্গিরা ৷ ভোর ৫:২০ নাগাদ হামলা চালায় তিন চারজনের জঙ্গি দল ঢুকেছিল সেনা ক্যাম্পে ৷ কোনও কিছু বুঝে ওঠার আগেই ঘুমন্ত জওয়ানদের টেন্টের দিকে গ্রেনেড ছুঁড়তে থাকে জঙ্গিরা ৷ গ্রেনেড বিস্ফোরণে আগুন ধরে যায় সেনা তাঁবুতে ৷ আগুনের হাত থেকে বাঁচতে তাঁবু থেকে বেরোতেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ তাৎক্ষণিক চমক কাটিয়ে জঙ্গিদের মোকাবিলা করে ভারতীয় সেনা ৷ গুলির লড়াইয়ে মৃত্যু হয় জঙ্গিদের ৷ হামলায় শহীদ হয়েছেন ১৮ জন জওয়ান ৷ দীর্ঘ আড়াই ঘণ্টার লড়াইয়ের পর চার জঙ্গিকে খতম করতে সফল হয় সেনা ৷ আহত হয়েছেন বেশ কয়েকজন ৷
advertisement
জানা গিয়েছে, ১৮ জন শহীদ জওয়ানদের মধ্যে ১৪ জন সেই সময় টেন্টে ঘুমোচ্ছিলেন ৷ জঙ্গিরা টেন্ট লক্ষ্য করে গ্রেনেড ছোড়াতে, সেনাছাউনিতে আগুন লেগে যাওয়াই তাদের মৃত্যু হয়েছে ৷ ১৮ জন জওয়ানদের মধ্যে দু’জন ছিলেন এরাজ্যের বাসিন্দা, ৬ বিহার রেজিমেন্টের সেপাই বিশ্বজিৎ ঘড়াই এবং সেপাই গঙ্গাধর দলুই ৷
বাংলা খবর/ খবর/দেশ/
আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রাথমিক সাফল্য, ভারতের পাশে রাশিয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement